৮ মে, ২০২৩ ১৮:২০

এক ম্যাচে তারা দুজনেই করলেন ৪টি করে গোল!

অনলাইন ডেস্ক

এক ম্যাচে তারা দুজনেই করলেন ৪টি করে গোল!

লিগ ওয়ানের ম্যাচে দেখা গেল একটা দারুণ ঘটনা। লিওঁ ও মোঁপেলিয়ের ম্যাচে যেন গোলের প্রতিযোগিতায় নেমেছিলেন আলেকসঁদ লাকাজেত ও সেপে এগে ওয়ায়ি। দুই জনে মিলেই চারটি চারটি করে মোট আটটি গোল করেছেন। আর ম্যাচটিতে গোল হয়েছে মোট ৯টি। 

ফ্রান্সের এই লিগে রোমাঞ্চকর ম্যাচটিতে ৫-৪ গোলে জেতে লিওঁ। ১০০তম মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন লাকাজেত। তার ও ওয়ায়ির গোল উৎসবের মাঝে অন্য গোলটি করেন লিওঁর দেইয়ান লভরেন। 

৩১তম মিনিটে লিওঁকে এগিয়ে দেন লাকাজেত। এরপরই যেন তেতে ওঠেন ২০ বছর বয়সী ওয়ায়ি। একে একে প্রতিপক্ষের জালে বল পাঠান চারবার। তার ঝড়ে ৫৫ মিনিটে স্কোরলাইন হয়ে যায় ৪-১। 

এরপর লিওঁর ঘুরে দাঁড়ানোর শুরু। ৫৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোলের পর ৮২তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন লাকাজেত। মাঝে ৭০তম মিনিটে গোল করেন ক্রোয়াট ডিফেন্ডার লভরেন। 

এরপর যোগ করা সময়ের দশম মিনিটে মোঁপেলিয়ের কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন ফরাসি ফরোয়ার্ড লাকাজেত। তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে লিওঁ। 

 

বিডি প্রতিদিন/নাজমুল

সর্বশেষ খবর