১০ জুন, ২০২৩ ০৮:৩৬

আফগান টেস্টের আগমুহূর্তে তামিমের পিঠে ব্যথা

অনলাইন ডেস্ক

আফগান টেস্টের আগমুহূর্তে তামিমের পিঠে ব্যথা

তামিম ইকবাল (ফাইল ছবি)

আয়ারল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে পাওয়া সাকিব আল হাসানের তর্জনীর চোট এখনো সারেনি। এ জন্য খেলতে পারছেন না আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট। তার বদলে লিটন দাসের নেতৃত্বে ঘোষণা করা হয়েছে স্কোয়াড। ১৪ জুন থেকে টেস্ট শুরু হবে, এর মধ্যে শঙ্কায় অধিনায়ক তামিম ইকবাল।

বৃহস্পতিবার জাতীয় দলের অনুশীলনেও ছিলেন না তামিম। জানা গেছে, পুরোনো পিঠের ব্যথা ফিরে এসেছে তার। এজন্য এই বাঁহাতি ব্যাটার আছেন বিশ্রামে। যদিও এখনই তার খেলা নিয়ে কোনো সংশয় দেখছেন না বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তিনি বলেন, ‘তামিমের পিঠের ব্যথাটা আবার ফিরেছে। এখন ও বিশ্রামে আছে, চিকিৎসা চলছে। ম্যাচের এখনও চার-পাঁচদিন বাকি আছে। খেলতে পারবে কি না এটা এখনই বলা কঠিন আসলে।’

এর আগে সর্বশেষ ভারতের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ ইনজুরির কারণে মিস করেন তামিম। এরপর ফেরেন আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে। আফগানদের বিপক্ষে ১৪ জুন থেকে মিরপুর টেস্টে লড়বে বাংলাদেশ।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর