এশিয়া কাপ ক্রিকেট নিয়ে জটিলতা আপাতত কেটে গেছে। হাইব্রিড পদ্ধতিতে পাকিস্তান শ্রীলঙ্কায় হবে এই আসর। বাকি ছিল সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে পাকিস্তানের খেলার বিষয়টি ছিল অনিশ্চিত। তবে এবার জানা গেছে সাফে খেলতে ভারতে যাচ্ছে পাকিস্তানের ফুটবল দল। প্রতিযোগিতায় অংশগ্রহণের নিশ্চয়তা দিয়েছে পাকিস্তান ফুটবল ফেডারেশন।
সূচি অনুযায়ী আগামী ২১ জুন পাকিস্তানের মুখোমুখি হবেন সুনীল ছেত্রীরা। সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তান অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছিল অস্থিরতা। বেশ কিছু দিন আগে পাকিস্তান ফুটবল ফেডারেশন অনুমতি চেয়েছিল সে দেশের পররাষ্ট্র এবং ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে। তবে দুই মন্ত্রণালয় এতো দিন অনুমতি না দেওয়ায় তৈরি হয়েছিল অনিশ্চয়তা।
বৃহস্পতিবার প্রয়োজনীয় সরকারি অনুমতি পাওয়ার পর পাকিস্তান ফুটবল ফেডারেশনের কর্তারা সাফ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ নিশ্চিত করেছেন। কর্নাটক ফুটবল সংস্থার সচিব এম সত্যনারায়ণ বলেছেন, ‘পাকিস্তান ফুটবল দল ১৮ জুন মরিশাস থেকে মুম্বাই আসবে। সে দিন রাতের বিমানেই বেঙ্গালুরু আসবে।’ পাকিস্তানের ফুটবলারদের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করছে বেঙ্গালুরু পুলিশ।
সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য মরিশাসে একটি চারদেশীয় প্রতিযোগিতা খেলতে গেছে পাকিস্তানের ফুটবল দল। সাফ সাফ চ্যাম্পিয়নশিপ অভিযান ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়েই শুরু করবে তারা। গ্রুপ ‘এ’-তে তাদের পরের দু’টি ম্যাচ ২৪ জুন কুয়েত এবং ২৭ জুন নেপালের বিরুদ্ধে। এ বারের প্রতিযোগিতায় কুয়েত বিশেষ আমন্ত্রিত দেশ হিসাবে অংশগ্রহণ করছে।
বিডি প্রতিদিন/নাজমুল