অ্যাশেজ সিরিজের শেষ ম্যাচ জয় করে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড। আর এই ম্যাচে তিন উইকেট নিয়ে দলকে জেতানোয় বড় অবদান রেখেছেন মঈন আলী। বদলি খেলোয়াড় হিসেবে দেশের জন্য অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে ফিরেছিলেন মঈন।
তবে নিজের দায়িত্ব শেষে আবারও টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর কথাই গণমাধ্যমকে নিশ্চিত করলেন মঈন।
জ্যাক লিচ বাদ পড়ায় দলে বিকল্প হিসেবে ডাক পড়ে মঈনের। তিনি সাদরে অধিনায়ক বেন স্টোকসের ডাকে সাড়া দেন। তবে মঈন আলী বলেছেন, এবার আর তিনি স্টোকসের ম্যাসেজে সাড়া দেবেন না। এবার তার বিদায় নেওয়ার পালা।
স্কাই স্পোর্টসকে অবসরের বিষয়টি নিশ্চিত করে মঈন বলেছেন, ‘যদি স্টোকসি আমাকে আবার ম্যাসেজ দেয়, আমি সেটা ডিলিট করে দেব। আমার কাজ সম্পন্ন। আমি এটা উপভোগ করেছি। এটাই শেষ করার ভালো সময়।’
সূত্র: ক্রিকইনফো
বিডি প্রতিদিন/নাজমুল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        