১৫ অক্টোবর, ২০২৩ ১৬:৪৪

১০০০ গোল করার বাজি ধরলেন রোনালদো

অনলাইন ডেস্ক

১০০০ গোল করার বাজি ধরলেন রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো। ফাইল ছবি

জাতীয় দলের হয়ে ৩৮ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদোর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১২৫ এ। সবমিলিয়ে ক্যারিয়ারে ৮৫৭ গোল করেছেন তিনি। শুধু জাতীয় দলের জার্সিতেই নয়, সৌদি প্রো লিগে আল-নাসেরের হয়েও দারুণ ছন্দে আছেন রোনালদো।

চলতি মৌসুমে দলটির হয়ে ১১ ম্যাচে ১১ গোল করেছেন। এখন ২০২৭ পর্যন্ত ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ বাড়ানোর কথাও শোনা যাচ্ছে। রোনালদো অবশ্য এতেই সন্তুষ্ট হচ্ছেন না। নিজের ক্যারিয়ারকে আরও লম্বা করে ছুঁতে চান ১ হাজার গোলের মাইলফলকও। এমনকি এ নিয়ে তিনি মজা করে একটি বাজিও ধরেছেন।

রোনালদো বাজিটি ধরেছেন এফসি পোর্তোর প্রেসিডেন্ট হোর্হে নুনো পিন্তোর সঙ্গে। রোনালদো ক্যারিয়ারে এক হাজার গোল করার বাজি ধরতে চান কি না, পিন্তো সেটি জানতে চেয়েছিলেন। পর্তুগিজ মহাতারকা সাথেসাথেই চ্যালেঞ্জটি গ্রহণ করেন।

আলাপে রোনালদো পিন্তোকে বলেছেন, ‘এটা বেশ কঠিন। তবে এটা আমার মানসিকতার ব্যাপার এবং আমার জন্য অনুপ্রেরণারও। আমার শরীর যদি আমি যেমন চাই তেমন আচরণ করে, তাহলে দেখা যাক। ছোট ছোট ধাপেই আমাকে সেখানে পৌঁছাতে হবে। ১ হাজার গোলের লক্ষ্য অর্জন করতে আমাকে আগে ৯০০ গোল করতে হবে। আমার মনে হয় সে লক্ষ্যে আমি পৌঁছাতে পারব।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর