ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর শুরু হতে বাকি মাত্র ৮ দিন। আগামী ২২ মার্চ মাঠে গড়াবে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগটির প্রথম ম্যাচ।
এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আছেন মুস্তাফিজুর রহমান। ভিত্তিমূল্য ২ কোটি রুপি দিয়ে তাকে দলে ভেড়ায় চেন্নাই সুপার কিংস। আসরের সবচেয়ে সফল দলটি এবারও তাদের ধারাবাহিকতা ধরে রাখতে চায়। আর সেখানে মুস্তাফিজের অভিজ্ঞতা কাজে দেবে বলে মনে করেন দলটির বোলিং কোচ ডোয়াইন ব্রাভো।
গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে চেন্নাইয়ের বোলিং কোচ বলেন, আমাদের ভালো একটি দল আছে। গত মৌসুমে যেখানে শেষ করেছি সেখান থেকে শুরু করতে চাই আমরা। একদমই অনভিজ্ঞ বোলিং আক্রমণ নিয়ে আমরা সত্যিই অনেক ভালো খেলেছি।
তিনি আরও বলেন, এই বছর তো আমরা শার্দুলকে (ঠাকুর) ফিরে পেয়েছি, যেটা বোনাস। ফিজও (মুস্তাফিজুর রহমান) অভিজ্ঞ এবং মান সম্পন্ন। (মাথিশা) পাথিরানা আছে, যাকে আমরা বেবি মালিঙ্গা ডাকি। তুষার দেশপান্ডেও গত মৌসুমে ভালো করেছিল। এই ছেলেদের সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে এবং আসন্ন মৌসুমের দিকে তাকিয়ে আছি।
বিডি প্রতিদিন/এমআই