লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে জিতে ওয়ানডে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেই বাংলাদেশের সামনে সিরিজ নিশ্চিতের সুযোগ। চট্টগ্রামে এই ম্যাচে টস হেরে ব্যাটিং করবে বাংলাদেশ। দুপুর আড়াইটায় খেলাটি শুরু হবে।
একাদশে একটি পরিবর্তন এনেছে লঙ্কানরা। মাহিশ থিকশানার জায়গায় খেলছেন দুনিথ ভেল্লালাগে। বাংলাদেশের একাদশে অবশ্য কোনো পরিবর্তন নেই। একই একাদশ নিয়েই মাঠে নেমেছে টাইগাররা। প্রথম ম্যাচ ৬ উইকেটে জিতে বেশ ফুরফুরে মেজাজেই আছে স্বাগতিক দল।
বাংলাদেশ (একাদশ): লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদুল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিদ হাসান।
শ্রীলঙ্কা (একাদশ): পাথুম নিশাঙ্কা, আভিশকা ফার্নান্দো, কুশল মেন্ডিস (অধিনায়ক/উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জেনিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, প্রমোদ মদুশান, দিলশান মাদুশঙ্কা, লাহিরু কুমারা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ