২৫ মে, ২০২৪ ০৮:২০

‘ধন্যবাদ জানিয়ে’ শিরোপা জেতানো কোচকে ছাঁটাই করলো মিলান

অনলাইন ডেস্ক

‘ধন্যবাদ জানিয়ে’ শিরোপা জেতানো কোচকে ছাঁটাই করলো মিলান

১১ বছর পর এসি মিলানকে লিগ শিরোপা জেতানো কোচ স্তেফানো পিওলিকে বরখাস্ত করা হয়েছে। শিরোপা জেতানোর দুই বছরের মাথায় পিওলিকে ছাটাই করল মিলানের ক্লাবটি।

ইতালিয়ান সিরি আ মৌসুম শেষ হতে এখনো এক ম্যাচ বাকি। তবে ইতিমধ্যে ৯৩ পয়েন্ট নিয়ে ইন্টার মিলানের শিরোপা নিশ্চিত হয়ে গেছে, দ্বিতীয় স্থানে থাকা এসি মিলানের পয়েন্ট ৭৪। তৃতীয় স্থানে থাকা বোলোনিয়ার পয়েন্ট ৬৮।

মূলত এর আগে ঘরের মাঠে এপ্রিলের ২২ তারিখ চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের কাছে হেরে শিরোপার দৌঁড় থেকে ছিটকে পড়ে তারা।

২০১০-১১ মৌসুমের পর 'সিরি আ' জিততে না পারা ইতালির ক্লাব এসি মিলান ২০১৯ সালে কোচ হিসেবে নিয়োগ দেয় স্তেফানো পিওলিকে। তিন বছরের মাথায় ২০২২ সালে ক্লাবকে শিরোপা জেতান এই কোচ। ক্লাবের সাথে ২০২৫ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ ছিল পিওলির। তাকে বরখাস্ত করার অবশ্য কোনো কারণ উল্লেখ করেনি এসি মিলান। তবে শিরোপা জেতানো এবং এসি মিলানকে প্রতিযোগিতায় রাখার জন্য ক্লাব স্তেফানো পিওলি আর তার পুরো স্টাফকে ধন্যবাদ জানিয়েছেন।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর