২৬ মে, ২০২৪ ২০:০৪

আইপিএল ফাইনাল : কলকাতার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে হায়দরাবাদ

অনলাইন ডেস্ক

আইপিএল ফাইনাল : কলকাতার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে হায়দরাবাদ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। রবিবার বাংলাদেশ সময় রাত ৮টায় চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে।

টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। যে কারণে আগে বোলিং করবে শ্রেয়াস আয়ারের কলকাতা।

কলকাতা আজ মাঠে নেমেছে তৃতীয় শিরোপার খোঁজে। এর আগে ২০১২ এবং ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। এরপর ৯টি আসর গেলেও আর শিরোপা জিততে পারেনি তারা। যদিও ২০২১ সালের আসরে ফাইনালে উঠেছিল কলকাতা। সে আসরে কেকেআরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস।

অপরদিকে, হায়দরাবাদ এর আগে একবার শিরোপা জিতেছে। ২০১৬ সালের সে আসরে মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত পারফরম্যান্স এখনো মনে রেখেছে ক্রিকেট বিশ্ব। সেবার আইপিএলের ইতিহাসে একমাত্র বিদেশি খেলোয়াড় হিসেবে সেরা উদীয়মানের পুরস্কার জেতেন মুস্তাফিজ। সেই দলটি এরপর আর শিরোপার দেখা পায়নি। অবশেষে দ্বিতীয় শিরোপার সামনে হায়দরাবাদ।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর