ইউএস ওপেন থেকে নাম তুলে নিলেন রাফায়েল নাদাল। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি। তবে একই সঙ্গে জানিয়েছেন, লেভার কাপে অংশ নেবেন।
নাদাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বললেন, ‘সবাইকে জানাতে চাই, এ বছরের ইউএস ওপেনে খেলতে পারব না। নিউ ইয়র্কে আমার প্রচুর স্মৃতি রয়েছে। আর্থার অ্যাশ স্টেডিয়ামে রাতের দিকে দুর্দান্ত পরিবেশে খেলা ম্যাচগুলো খুব মিস করব। তবে এবার ১০০ শতাংশ দিতে পারব না বলেই নাম তুলে নিয়েছি।’
চলতি বছর এ নিয়ে তৃতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট মিস করতে চলেছেন তিনি। এর আগে অস্ট্রেলিয়ান ওপেন এবং উইম্বলডনেও খেলেননি ২২ বারের গ্র্যান্ড স্লামজয়ী এই তারকা।নাদাল তার গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারে সবচেয়ে বেশি ১৪টি ট্রফি জিতেছেন ফ্রেঞ্চ ওপেনে। দ্বিতীয় সর্বোচ্চ চার ট্রফি ইউএস ওপেনে, যার সর্বশেষটি ২০১৯ সালে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ