গ্রেট ব্রিটেনের তরুণ পর্বতারোহী টবি রবার্টস সোনার পদক জিতে ইতিহাস গড়েছেন। ১৯ বছর বয়সী রবার্টস সারের বাসিন্দা, মেনস বোল্ডার এবং লিড ফাইনালে স্বর্ণপদক অর্জন করেছেন। তবে মজার বিষয় হলো, প্রথমে তিনি বুঝতেই পারেননি যে, তার চকের ব্যাগে সোনার পদক রয়েছে। পরে যখন সত্যিটা বুঝতে পারেন, তিনি ভীষণভাবে বিস্মিত হন।
রবার্টসের প্রতিযোগী ছিলেন ১৭ বছর বয়সী জাপানের সোরাটো আনরাকু, যিনি 'অক্টোপাস' নামে পরিচিত। অনেকেই মনে করেছিলেন, আনরাকু শীর্ষস্থানটি নিশ্চিত করবেন। তবে আনরাকু শেষ পর্যায়ে পৌঁছার ঠিক আগেই টবি রবার্টসের অবস্থানে পৌঁছাতে ব্যর্থ হন, যা লে বুর্জেতে ৬,০০০ জনের বিশাল দর্শকদের বিস্ময়ে ভরিয়ে দেয়।
রবার্টসের সাফল্যের গল্পটি বিশেষভাবে উল্লেখযোগ্য। কারণ, তার বাবা ট্রিস্টিয়ান লকডাউনের সময় বাড়ির বাগানে একটি ক্লাইম্বিং ওয়াল তৈরি করেছিলেন। রবার্টস ২০২২ সালে তার প্রথম প্রতিযোগিতা শুরু করেন এবং এরপর থেকে ক্লাইম্বিংয়ের প্রতি তার ভালোবাসা দিন দিন বেড়েই চলে। তার বাবা-মা, ট্রিস্টিয়ান এবং মারিনা তাদের সন্তানের এই সফলতা দেখে গর্বিত। ট্রিস্টিয়ান বলেন, ওর কঠোর পরিশ্রম দেখে অনুপ্রাণিত হয়েছি।
বিডিপ্রতিদিন/কবিরুল