প্যারিস অলিম্পিক্সে পাকিস্তান এবং ভারত একই ইভেন্টে স্বর্ণ ও রুপা জেতার পর থেকেই দু’দেশের সম্প্রীতির বাতাবরণ চলছেই। রবিবার পাকিস্তানের সোনাজয়ী আরশাদ নাদিম বললেন, নীরজ চোপড়া মা তার মায়ের মতোই। কিছু দিন আগেই আরশাদকে নিজেরই সন্তান বলে উল্লেখ করেছিলেন নীরজের মা। সেই কথারও পাল্টা ধন্যবাদ জানিয়েছেন আরশাদ।
রবিবার ভোরে দেশে ফিরেছেন পাকিস্তানের ক্রীড়াবিদ। লাহোরে তাকে বীরের মতো বরণ করে নেওয়া হয়। সেখানেই সাংবাদিকদের সামনে নীরজের মায়ের প্রশংসা করেন আরশাদ। বলেন, “যিনি মা, তিনি তো সবারই মা। তিনি সবার জন্য প্রার্থনা করেন। আমি নীরজের মায়ের কাছে কৃতজ্ঞ। উনি আমারও মা। উনি আমাদের জন্য প্রার্থনা করেছেন। দক্ষিণ এশিয়া শুধু আমরা দু’জনই বিশ্ব মঞ্চে ভাল খেলেছি।”
উল্লেখ্য, প্যারিসে জ্যাভলিন ফাইনালের পর নীরজের মা সরোজ দেবী বলেছিলেন, ‘‘নীরজ রুপা পাওয়ায় আমরা খুশি। সোনাজয়ী নাদিমও আমার সন্তান। ওদের সাফল্যে আমরা খুশি।’’ সেই মন্তব্য শুনে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার সমাজমাধ্যমে লিখেছিলেন, ‘‘যে সোনা জিতেছে, সেও আমার সন্তান, এমন কথা শুধু এক জন মা-ই বলতে পারেন। অসাধারণ।’
আরশাদের মাও চুপ করে থাকেননি। নীরজের মায়ের মন্তব্য শুনে তিনি বলেছিলেন, “নীরজও তো আমার ছেলের মতোই। ও তো নাদিমের বন্ধুও। ভাইয়ের মতোই।” সেই মন্তব্যও দু’দেশে প্রশংসিত হয়েছে। অলিম্পিক্সে পাকিস্তানের ৩২ বছরের পদক-খরা কাটিয়েছেন আরশাদ।
বিডি প্রতিদিন/নাজমুল