সবশেষ কয়েক মৌসুম ধরেই ইংলিশ প্রিমিয়ার লিগে অপ্রতিরোধ্য দল ম্যানচেস্টার সিটি। এবারো লিগে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে টানা ৪ জয়ই তাদের। তবে সিটিজেনদের সুখের সময় ‘অসুখ’ হয়ে এসেছে তাদের বিরুদ্ধে আর্থিক নীতিমালা ভঙ্গের অভিযোগ।
ম্যানসিটির বিরুদ্ধে ১১৫টি আর্থিক নীতিমালা ভঙ্গের শুনানি শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে শোনা যাচ্ছে লিগ থেকে অবনমন হতে পারে তাদের। এমন কঠিন সময়ে যে কেউ দলের পাশে থাকবে এটাই স্বাভাবিক। কোচ পেপ গার্দিওলা ব্যতিক্রম নন।
দলের পাশে থাকার কথা জানিয়েছেন তিনিও। সঙ্গে অভিযোগের সুরে জানিয়েছেন, সবাই চায় ম্যানসিটির নাম মুছে দিতে।
আজ আর্সেনালের বিপক্ষে হেভিওয়েট ম্যাচে নামার আগে সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন গার্দিওলা। স্প্যানিশ কোচ বলেছেন, ‘আমার ক্লাবকে রক্ষা করতে চাই। বিশেষ করে আধুনিক এই সময়ে। সবাই আমাদের শুধু অবনমন করতেই চায় না, পৃথিবী থেকেই মুছে দিতে চায়। এ কারণেই আমরা প্রতিপক্ষের চেয়ে ভালো করেছি। আমরা প্রচুর জয় পেয়েছি।’
গার্দিওলা ২০১৬ সালে যোগ দেওয়ার পর থেকেই ম্যানচেস্টার সিটির আধিপত্য বেড়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ