চোটের কারণে রাফায়েল নাদাল বেশ কিছু টুর্নামেন্ট থেকেই নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। তবে ১৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ডেভিস কাপে স্প্যানিশ কিংবদন্তি খেলবেন বলে জানা গেছে। তাকে রেখেই দল ঘোষণা করেছে স্পেন।
২২ গ্র্যান্ড স্লামজয়ীর খেলার বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক কর্তৃপক্ষ।
সবশেষ প্যারিস অলিম্পিকে খেলেছেন নাদাল। এককে অবশ্য নয়, দ্বৈতে। জুটি বেঁধেছিলেন সময়ের অন্যতম সেরা স্বদেশি কার্লোস আলকারাসের সঙ্গে। এরপর চোটের কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন থেকে।
শরীর সায় দিচ্ছে না বলে পরে লেভার কাপ থেকেও সরে দাঁড়ান নাদাল। ৩৮ বছর বয়সী তারকার বাকি সতীর্থ হচ্ছেন-আলকারাস, রবার্তো বাউতিস্তা অগাৎ, পাবলো কারেনো বুস্তা এবং মার্সেল গ্র্যানোলার্স। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে স্পেনের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ২৪ নভেম্বর ফাইনাল দিয়ে টুর্নামেন্টটি শেষ হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ