পিছিয়ে থেকেও বড় জয় নিয়ে মাঠ ছাড়লো টটেনহ্যাম হটস্পার। শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়েছে টটেনহ্যাম। ম্যাচের শেষ দিকে সৃষ্টি হয় উত্তেজনা।
টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে ৮৬ মিনিটে বাজে ফাউল করে লাল কার্ড দেখেন ওয়েস্টহ্যামের উইঙ্গার মোহাম্মদা কুদুস। টটেনহ্যামের মিকি ভন ডি ভেনকে লাথি ও ধাক্কা দেন তিনি। ম্যাচের ১৮ মিনিটে কুদুসের গোলেই ১-০ গোলে এগিয়ে ছিল ওয়েস্টহ্যাম।
৩৬ মিনিটে ডিজান কুলোসেভস্কির গোলে ১-১ সমতায় ফেরে টটেনহ্যাম। ৫২ মিনিটে ইভেস বিসোমার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। ৬০ মিনিটে টটেনহ্যামের হয়ে শেষ গোল করেন দক্ষিণ কোরিয়ার তারকা সন হিউং মিন (৩-১)। আর আগে একটি আত্মঘাতী গোল (৫৫ মিনিটে) হজম করে ওয়েস্টহ্যাম। এতে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় টটেনহ্যাম।