ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের দলে ফেরার ঘোষণা দিল সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল।
শনিবার (১৯ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘এক্সে’ একটি ভিডিও বার্তায় নেইমারের ফেরার কথা জানায় দলটি। যেখানে নিজের ফেরার ঘোষণা দিয়ে নেইমার বলেন, ‘আমি জানি আপনার উদ্বিগ্ন, আমি নিজেও। ২১ অক্টোবর, আমি ফিরছি। ইনজুরির পর আমি সব সময় ফিরে আসি। তবে মাঝপথে (পুরোপুরি সেরে না উঠে) কখনো আসি না।’
এর আগে গত ১৭ অক্টোবর চোটে পড়েন নেইমার। এরপর চোট সারাতে অস্ত্রোপচারও করাতে হয়। তবে মাঠের ফুটবলে আর ফেরা হচ্ছিল না তার। মাঝের সময়টাতে এই তারকার সার্ভিস পায়নি ব্রাজিল ও তার ক্লাব আল হিলাল। দলের সেরা এই ফুটবলারকে ছাড়া ভুগতে হয়েছে দল দুটিকেও।
নেইমারের ফেরার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছে আল হিলাল। ক্লাবটি এক বিবৃতিতে বলেছে, ‘যদিও তার প্রত্যাবর্তনের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে ১০ নম্বর সোমবার তার অসাধারণ ট্র্যাজেক্টরি চালিয়ে যেতে সক্ষম হবে।’
দীর্ঘ দিন নেইমারের বাইরে থাকা নিয়ে আল হিলাল বিবৃতিতে বলেছে, ‘এই দিনগুলো ছিল বেদনা, যন্ত্রণা এবং ফুটবলের অপেক্ষার দিন। পরিবার ও বন্ধুদের সহায়তা ও সার্বক্ষণিক দেখাশোনায় আমাদের ১০ নম্বর তা কাটিয়ে উঠেছে। বিশ্বের সব ভক্ত তাকে সোশ্যাল মিডিয়াতে সমর্থন দিয়েছেন। অপেক্ষার পালা শেষ।’
সোমবার (২১ অক্টোবর) এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল-আইনের বিপক্ষে খেলবে আল-হিলাল। সেই ম্যাচে নেইমারের খেলার বিষয়ে কিছুটা সংশয় রেখে কোচ জেসুস বলেন, ‘সোমবারের ম্যাচের জন্য স্কোয়াডের সঙ্গে আরব আমিরাতের বিমানে উঠবেন নেইমার। আজ (গত শুক্রবার) তার ইনজুরির এক বছর পূর্ণ হয়েছে এবং তিনি বর্তমানে পুরোপুরি ফিট। আমরা দেখব আল-আইন ম্যাচে তাকে একাদশে রাখা যায় কি না। সবকিছু ঠিকঠাক থাকলে সে লিস্টে (দলে) থাকবে।’
২০২৩ সালের আগস্টে আল হিলালের সঙ্গে চুক্তি করেন নেইমার। ইনজুরিতে জর্জরিত এই তারকা রিয়াদভিত্তিক ক্লাবটির হয়ে খেলতে পেরেছেন মাত্র ৫ ম্যাচ। গত বছরের অক্টোবর জাতীয় দলের ম্যাচ খেলতে নেমে হাঁটুর লিগামেন্টে চোট লাগার পর থেকেই মাঠের বাইরে ছিলেন নেইমার।
বিডি প্রতিদিন/নাজিম