মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
ট্রাম্পের জয়ে অভিনন্দন জানিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রে আমাদের একটি দুর্দান্ত ফিফা বিশ্বকাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপ হবে! বিশ্বকে একত্রিত করে ফুটবল।’
২০২৬ ফুটবল বিশ্বকাপের আসর বসবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায়। বেশিরভাগ ম্যাচ হবে যুক্তরাষ্ট্রেই। এছাড়া ক্লাব বিশ্বকাপের আসরও বসবে সেখানে।
এর আগে ২০১৭ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন ট্রাম্প। এক মেয়াদ বিরতির পর তিনি আবারও নির্বাচিত হলেন।
বিডি প্রতিদিন/নাজমুল