বাইশ গজের ক্রিজে কঠিন সময় পার করছেন বাবর আজম। বেশ কিছুদিন ধরেই নিজের মতো করে পারফর্ম করতে পারছেন না। সম্প্রতি সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্বও ছেড়েছেন তিনি। আর লাল বলের ক্রিকেটে তো দলেই জায়গা হারিয়েছেন। বাজে সময় কাটিয়ে ফর্মে ফিরতে বিরাট কোহলিকে অনুসরণ করার পরামর্শ দিয়েছেন রিকি পন্টিং।
কোহলিও ক্যারিয়ারের এক পর্যায়ে রান খরায় ভুগেছেন। এরপর ক্রিকেট থেকে সাময়িক বিরতিও নিয়েছিলেন তিনি। এর সুফলও পেয়েছেন ভারতীয় এই ব্যাটার। আবারও ছন্দে ফিরেছেন তিনি।
পন্টিং বলেন, 'আপনি বাবরের রেকর্ড-পরিসংখ্যান দেখে বিরাট কোহলির উদাহরণ টানতে পারেন। রেকর্ড বলবে বিরাট কোহলি ঘুরে দাঁড়িয়েছে। এটা শুধু হয়েছে তার সাময়িক বিরতির জন্য। সে খেলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিল কিছুদিনের জন্য সতেজ হওয়ায় জন্য এবং নিজেকে গুছিয়ে নেয়ার জন্য।'
পন্টিং মনে করেন বাবরের এখন বড় চ্যালেঞ্জ টেস্ট দলে ফেরা। এজন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে উপায় খুঁজে বের করার পরামর্শ দিয়ে তিনি বলেছেন, 'সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সে কীভাবে দলে ফেরে। তাদের খুঁজে বের করতে হবে বাবর কীভাবে নিজের সেরা ফর্মে ফিরবে এবং টেস্ট দলে কীভাবে ফেরানো যায়।'
'বাবরের ঠিক এটাই দরকার হতে পারে। বাবরকে কিছুদিনের জন্য ক্রিকেট থেকে দূরে সরে যেতে হবে এবং ক্রিকেট নিয়ে ভাবনা বন্ধ করতে হবে। তার কিট ব্যাগ কিছুদিনের জন্য লক করে রাখা উচিত এবং অন্যকিছু নিয়ে চিন্তা করা উচিত। তারপর আবারও সে উদ্যম নিয়ে ফেরত আসবে। কারণ আমরা জানি সে কতটা ভালো। আশা করি তার ক্যারিয়ারের বাকি অংশে আবার সেটা দেখতে পাব।'-যোগ করেন তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ