কোচিং প্যানেলে নতুন সদস্য যোগ করেছে গুজরাট টাইটান্স। সহকারী কোচ হিসেবে পার্থিব প্যাটেলকে নিয়োগ দিয়েছে তারা। একই সঙ্গে ভারতের সাবেক কিপার-ব্যাটসম্যানকে ব্যাটিং কোচের দায়িত্বও দিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি।
৩৯ বছর বয়সী পার্থিবকে দুই পদে নিয়োগ দেওয়ার কথা ঘোষণা করে আইপিএলে ২০২২ সালের শিরোপা জয়ী ও পরের বছরের রানার্সআপ গুজরাট।
তিন সংস্করণেই ভারতের প্রতিনিধিত্ব করেছেন পার্থিব। ২৫ টেস্ট, ৩৮ ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি দেশের হয়ে। আইপিএলে ডেকান চার্জার্স, চেন্নাই সুপার কিংস, কোচি টাস্কার্স কেরালা, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন তিনি।
২০২০ সালে সব ধরনের ক্রিকেটকে বিদায় বলা পার্থিব মুম্বাই ইন্ডিয়ান্সের স্কাউট হিসেবে কাজ করেছেন। আইএল টি-টোয়েন্টির দল মুম্বাই এমিরেটসের ব্যাটিং কোচও ছিলেন তিনি। এবার গুজরাটে ছাপ রাখার চ্যালেঞ্জ তার সামনে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ