আগামীকাল ২২ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে ভারত। পার্থ টেস্ট চলাকালেই ২৪ ও ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। এই টেস্ট চলাকালে নিলাম করার সিদ্ধান্তকে হাস্যকর বলছেন মাইকেল ভন।
তিনি মনে করেন পার্থ টেস্টের মাঝে অস্ট্রেলিয়া ও ভারতের ক্রিকেটারদের মন পড়ে থাকবে আইপিএলের নিলামে। সেই সঙ্গে ক্রিকেটাররা এ কারণে বাড়তি চাপে থাকবেন বলেও ধারণা ভনের।
ভারত ও অস্ট্রেলিয়ার প্রথম ও দ্বিতীয় টেস্টের মাঝে ৯ দিনের বিরতি রয়েছে। এই সময়ে আইপিএল নিলাম আয়োজন করা যেত বলেও ধারণা ভনের। সাবেক এই ইংলিশ ক্রিকেটার বলেছেন, '(বোর্ডার-গাভাস্কার ট্রফির) প্রথম টেস্টের মাঝপথে তারা আইপিএলের নিলাম আয়োজন করেছে, আমি এই সিদ্ধান্তকে সমর্থন করতে পারছি না। আমার মতে, এটা হাস্যকর।'
'প্রথম ও দ্বিতীয় টেস্টের মাঝে ৯ দিনের একটি বিরতি আছে। যখন আপনি জানেন যে, টেস্ট ম্যাচ খেলার কারণে ক্রিকেটাররা চাপে থাকবে, তখন কেন এটি করতে হবে।'-যোগ করেন তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ