পার্থ টেস্টের প্রথম দিনে দুই সেশনেই শেষ হয়ে গেল ভারতের প্রথম ইনিংস। ১৫০ রানেই অলআউট জাসপ্রিত বুমরাহর দল। অস্ট্রেলিয়ার বোলিং তোপে পড়ে মাত্র ৪৯. ৪ ওভার ব্যাট করতে পেরেছে ভারত।
অস্ট্রেলিয়ার হয়ে বোলিংয়ে গতির ঝড় তুলেন জস হ্যাজেলউড। ১৩ ওভার হাত ঘুরিয়ে ২৯ রান খরচায় ৪ উইকেট শিকার করেন হ্যাজেলউড। তার দিনে দুটি করে উইকেট তুলেছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও মিচেল মার্শ।
এই ম্যাচে ভারতের হয়ে অভিষেক হয়েছে তরুণ পেসার হরশিত রানা ও অলরাউন্ডার নীতিশ রেড্ডির। আর অস্ট্রেলিয়ার হয়ে ব্যাগি গ্রিন টুপি পেয়েছেন নাথান ম্যাকসুয়েনি।
এদিন ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারায় ভারত। দলীয় ৫ রানের মাথায় শূন্য করে ফিরেছেন জসশ্বী জয়সওয়াল। তৃতীয় ওভারের প্রথম বলেই মিচেল স্টার্কের শিকার হন তিনি। এর পর উইকেটে টিকে থাকার লড়াই করেও পারলেন না দেবদূত পাডিক্কাল। ১১তম ওভারের শেষ বলে স্কোরবোর্ডে ১৪ রানে পাডিক্কালের উইকেট হারায় ভারত।
শূন্য রানে প্রথম দুই ব্যাটার আউট হওয়ার পর বেশিক্ষণ টিকতে পারলেন না বিরাট কোহলিও। হ্যাজলউডের শর্ট ডেলিভারিতে প্রথম স্লিপে দাঁড়ানো উসমান খাজার হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন কোহলি। আউট হওয়ার আগে নিজের রানের খাতায় যোগ করতে পেরেছেন মাত্র ৫ রান। ৩২ রানে তিন উইকেট হারানোর পর ভারতের চতুর্থ উইকেটের পতন হয় ৪৭ রানে। ২৬ রান করার পর মিচেল স্টার্কের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন লোকেশ রাহুল। ব্যক্তিগত ১১ রানের মাথায় সাজঘরে ফেরেন ধুব জুরেল। মাঝে ঋশভ পান্তও লড়াই করেছেন। তবে সঙ্গ পাননি তিনিও। পান্ত ৩৭ রানে থামার পর শেষ দিকে নিতিশ কুমার রেড্ডির ৪১ রানে ভর করে দলীয় ১৫০ রানের পুঁজি পায় সফরারীরা।
ভারতীয় একাদশ:
লোকেশ রাহুল, জশস্বী জয়সওয়াল, দেবদূত পাডিক্কাল, বিরাট কোহলি, ঋষভ পন্ত, ধ্রুব জুরেল, নীতিশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, হরশিত রানা, যশপ্রীত বুমরা (অধিনায়ক) ও মোহাম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়া একাদশ:
উসমান খাজা, নাথান ম্যাকসুয়েনি, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজলউড।
বিডি প্রতিদিন/নাজিম