প্রায় দুই দশক ধরে ইউরোপের ক্লাব ফুটবলের মধ্যমণিদের একজন হয়ে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বর্ণাঢ্য ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাসের মতো পরাশক্তিদের হয়ে খেলেছেন তিনি। তবে ইউরোপে তার সাফল্যমণ্ডিত অভিযানের ইতি ঘটিয়ে ৩৯ বছর বয়সী এই পর্তুগিজ তারকা এখন খেলছেন এশিয়ার দেশ সৌদি আরবের লিগে। ২০২২ ফুটবল বিশ্বকাপের পর অনেকটা চমক জাগিয়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন তিনি।
আল নাসরের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো চুক্তি করায় অনেকেই নাক সিঁটকিয়েছিল। সৌদি আরবের লিগে কেন নাম লেখাতে যাবেন পর্তুগিজ তারকা। ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছায় অনেকে এমন বলছিলেন তাকে আর কে দলে ভেড়াবে। তাই টাকার লোভেই সৌদিতে নাম লিখিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। তাকে নিয়ে এমন সমালোচনাই হচ্ছিল তখন। আল নাসরে যাওয়ায় রোনালদোর ক্যারিয়ার শেষ অনেকেই ধরে নেন। তবে সেসব সমালোচককে দারুণ জবাব দিয়েছেন ‘সিআর সেভেন’। মাঠের পারফরম্যান্সের পর এবার মুখেও জবাব দিলেন তিনি।
সৌদি আরবের ফুটবল নিয়ে নেটফ্লিক্সের ডকুমেন্টারিতে তিনি বলেছেন, ‘আমি এখানে জিততে এসেছি। লিগকে আরও উন্নত করতে। নিজের লিগ্যাসি রেখে যেতে চাই। এসবই আমি চাই। তারা (সমালোচক) বলেছিল আমি শেষ। এখানে শুধু টাকার জন্যই এসেছি। কিন্তু আবেগটা এখনও আগের মতোই অনুভব করি। তারা সেটি বিশ্বাস করতে চায় না। কিন্তু আমি এখানে জিততেই এসেছি।’
এখন পর্যন্ত নাসরের জার্সিতে ৮৫ ম্যাচ খেলেন গোল করেছেন ৭৪টি। ২০২৩ সালে জিতেছেন আরব চ্যাম্পিয়ন্স কাপ, ফাইনালে তিনি দুটি গোলও করেন। তবে এখনও এএফসি চ্যাম্পিয়ন্স লীগ কিংবা সৌদি প্রো লীগের মতো বড় শিরোপার স্বাদ পাননি পর্তুগিজ তারকা। পেশাদার ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ডটি রোনালদো দখলে নিয়েছেন আগেই। পর্তুগাল জাতীয় দল এবং বেশ কয়েকটি ক্লাবের হয়ে এখন পর্যন্ত করেছেন ৯১০ গোল। ৯০০তম গোলের মাইলফলক ছোঁয়ার পর এক হাজার গোল করার স্বপ্নের কথাও জানিয়েছিলেন রোনালদো। আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত আল-নাসরের সঙ্গে চুক্তি রয়েছে তার।
বিডি প্রতিদিন/নাজিম