পেস সহায়ক উইকেটে ম্যাচের শুরুর দিকে নতুন বলের বাড়তি সুবিধা ভালোভাবেই কাজে লাগিয়েছিল বাংলাদেশ। বিশেষ করে তাসকিন আহমেদ দ্রুত ব্রেকথ্রু এনে দেন দলকে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যাচ্ছিল ক্যারিবিয়ানদের হাতে।
শেষ সেশনে মিকাইল লুইস এবং অ্যালিক আথানেজেকে ফিরিয়ে দিনের শেষটায় টাইগার শিবিরে স্বস্তি ফেরান বোলাররা। দিনশেষে দুই দলই সমান অবস্থানে আছে ম্যাচে।
টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২৫০ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ দিকে বৃষ্টি হানা দেয় ম্যাচে। বৃষ্টি থামার পর আলোক স্বল্পতায় ৮৪ ওভার হওয়ার পরই দিনের খেলা শেষ করেন আম্পায়াররা।
ওয়েস্ট ইন্ডিজের চাওয়া প্রথম ইনিংসে চারশর বেশি রান করা। প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে লুইস বলেন, ‘কয়েক ধাপের একটা ইনিংস ছিল। আমি আর ক্রেইগ ওপেন করেছিলাম। বেশ খানিকটা ময়েশ্চার থাকায় উইকেট একটু ধীরগতির ছিল। বল একটু ধীরে ব্যাটে আসছিল।’
‘আমরা অবশ্য সেই সময়টা ভালোভাবে পেরিয়ে গিয়েছিলাম। আমার এবং কাভেমের জুটিটা বেশ ভালোই যাচ্ছিল। দুর্ভাগ্যজনকভাবে সে সেটা ক্যারি করতে পারেনি। পরবর্তীতে আমার এবং অ্যালিকের জুটি আমাদের এগিয়ে নিয়েছে। সে আমাকে গাইড করেছে। আপনি জানেন সে আমার থেকে অভিজ্ঞ এবং বারবার আমাকে বিভিন্ন তথ্য দিচ্ছিল। আমার মনে হচ্ছিল সে আমাকে সঠিক পথে এগিয়ে দিচ্ছিল।’-যোগ করেন তিনি।
লুইসের আশা ভালো জুটি গড়ে বড় রান করবে ওয়েস্ট ইন্ডিজ, ‘আমার মনে হয় আমরা ভালো অবস্থানে আছি। আমাদের এখনও জাস্টিন এবং জশুয়ার মতো দুজন ব্যাটার আছে। আমার ধারণা তারা দুজনে ভালো জুটি গড়বে এবং আমাদের সামনে এগিয়ে নেবে। এই উইকেটে আমি চারশর বেশি রান প্রত্যাশা করছি।’
বিডি প্রতিদিন/আশিক