আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি বার্সেলোনা ছেড়েছে ২০২১ সালে। এর পর থেকে আর দীর্ঘদিনের সেই ঠিকানায় পা পড়েনি মেসির। কথা ছিল পিএসজির সাথে চুক্তি শেষ হওয়ার পর কাতালান ক্লাবটিতে ফেরার, কিন্তু তেমনটা ঘটেনি। তবে এবার বিশেষ মুহূর্তে বার্সেলোনায় যাচ্ছেন মেসি।
মেসি মূলত বার্সেলোনায় ফিরছেন ক্লাবের ১২৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে। যেখানে ন্যু ক্যাম্পের ক্লাবটিতে খেলা অনেক রথি-মহারথিরা হাজির হবে বিশেষ ওই আয়োজনে। এই উৎসবে যোগ দিতে মেসিকে আমন্ত্রণ জানিয়েছেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা। আগামী ২৯ নভেম্বর বার্সেলোনার লিসেও গ্র্যান্ড থিয়েটারে এই মিলনমেলা অনুষ্ঠিত হবে।
কাতালুনিয়া রেডিওস টট কোস্টা জানিয়েছে, ক্লাব ছাড়াকালীন পুরোনো তিক্ততা ভুলে লাপোর্তা ব্যক্তিগতভাবে মেসিকে ১২৫তম বর্ষপূর্তির দাওয়াত দিয়েছেন। ২৯ নভেম্বর প্রেস্টিজিয়াস লিসেও থিয়েটারে বার্সেলোনার কিংবদন্তি জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, পেপ গার্দিওলাসহ উপস্থিত থাকবেন আরও অনেক রথি-মহারথি। সূত্রমতে জানা গেছে, সেখানে বিশ্বকাপজয়ী মেসিও যোগ দেবেন। এর আগে জাতীয় দলের ম্যাচ থাকায় ইনিয়েস্তার অবসর উপলক্ষ্যে বার্সার আয়োজনে হাজির হতে পারেননি তিনি।
চলতি বছর আর কোনো খেলা নেই আর্জেন্টিনা কিংবা মায়ামির। ফলে মেসি লম্বা সময় অবকাশ যাপনের সুযোগ পাচ্ছেন। তারই ফাঁকে তাকে কাতালান ডেরায় দেখা যাবে। এর আগে দীর্ঘ সম্পর্ক চুকিয়ে ২০২১ সালে অর্থনৈতিক সংকটের জেরে চুক্তি নবায়ন করতে ব্যর্থ হলে নাটকীয়ভাবে ভেঙে যায় মেসি–বার্সার প্রায় দুই দশকের সম্পর্ক। সেবার চোখের জলে মেসি যোগ দেন পিএসজিতে। সেখানে দুই মৌসুম কাটিয়ে তার বর্তমান ঠিকানা ফ্লোরিডার মায়ামি।
বিডি প্রতিদিন/আশিক