গতবছর ভারতে খেলতে আসা নিয়ে পাকিস্তানি বংশোদ্ভূত ইংল্যান্ডের দুই স্পিনার শোয়েব বশির ও রেহান আহমেদের ভিসা জটিলতার হয়েছিল। পরে ইংল্যান্ড সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে সমাধান হয়। এবারও ইংল্যান্ডের সফর ঘিরে একই জটিলতা হয়েছে। ভারতের ভিসা পেতে এবার সমস্যার মুখে পড়েছেন পেসার সাকিব মাহমুদ।
এই সমস্যায় সাদা বলের সিরিজটির আগে আবু ধাবিতে অনুশীলন ক্যাম্পেও যোগ দিতে পারছেন না ইংলিশ পেসার। দেশটির ক্রিকেট বোর্ড ইসিবির আশা, আগামী শুক্রবার দল কলকাতা যাওয়ার আগেই সাকিবের ভিসা সমস্যার সমাধান হয়ে যাবে।
আবু ধাবিতে পেস বোলিং ক্যাম্পে জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স এবং মার্ক উডের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল সাকিবের। যেখানে ফাস্ট বোলিং মেন্টর হিসেবে কাজ করছেন জেমস অ্যান্ডারসন।
কিন্তু ভারতের ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে সাকিবের পাসপোর্ট জমা দিতে হয়েছে। যে কারণে তিনি আবু ধাবিতে ভ্রমণ করতে পারছেন না।
৬ বছর আগে সাকিবই আরেকবার পড়েছিলেন ভারতের ভিসা পাওয়া নিয়ে জটিলতায়। তখন ইংল্যান্ড লায়ন্স দলে তার বদলি খেলোয়াড় নিতে হয়েছিল। আর গত বছর ল্যাঙ্কাশায়ারের প্রাক-মৌসুম সফরের আগে একই রকম সমস্যা পড়ার ভাবনায় ভিসার আবেদনই না করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের জার্সিতে ২৯ ম্যাচ খেলেছেন ২৭ বছর বয়সী সাকিব মাহমুদ। সব মিলিয়ে তিনি উইকেট নিয়েছেন ৩৮টি।
ভারত সফরে পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে ইংল্যান্ড। আগামী ২২ জানুয়ারি টি-টোয়েন্টি দিয়ে শুরু মাঠের লড়াই। পরের চার ম্যাচ ২৫, ২৮, ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি। ওয়ানডে ম্যাচ তিনটি হবে ৬, ৯ ও ১২ ফেব্রুয়ারি।
বিডি প্রতিদিন/মুসা