এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। নিয়ম অনুযায়ী প্রতিটি দেশের জার্সিতেই প্রতিযোগিতার লোগো থাকে। কিন্তু ভারত নিজেদের জার্সিতে পাকিস্তানের নাম সম্বলিত চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো রাখতে রাজি নয়।
সেই খবর পেয়ে ভারতকে হুঁশিয়ারি দিয়ে আইসিসি জানায়, বিসিসিআই নিয়ম না মানলে শাস্তি হতে পারে।
আইসিসির এক কর্মকর্তা পাকিস্তানের এক সংবাদমাধ্যমে বলেছেন, 'জার্সিতে প্রতিযোগিতার লোগো রাখা প্রতিটা দেশের দায়িত্ব। এই নিয়ম অংশগ্রহণকারী প্রতিটা দেশ মানতে বাধ্য।' যদিও এ বিষয়ে কোন অফিসিয়াল বিবৃতি দেয়নি আইসিসি।
এদিকে পাকিস্তান বোর্ড জানিয়েছে, ভারত যে জার্সিতে পাকিস্তান লেখা লোগো লাগাবে না, এমন কোনও তথ্য তাদের কাছে নেই।
ভারত প্রথম থেকেই পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার বিপক্ষে ছিল। যে কারণে আইসিসি হাইব্রিড মডেলে এই প্রতিযোগিতার আয়োজন করে। ভারত নিজেদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে। সেমিফাইনাল ও ফাইনালে যদি রোহিত শর্মারা ওঠেন, তা হলে সেই সব ম্যাচও হবে দুবাইয়ে।
বিডি প্রতিদিন/মুসা