বাংলাদেশের জার্সিতে খেলার জন্য দেশে এসে পৌঁছেছেন হামজা দেওয়ান চৌধুরী।
সোমবার বেলা পৌনে ১১টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ খেলা এই ফুটবলার।
এর আগে রবিবার দিবাগত রাত দু’টায় ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের সিলেট ফ্লাইটে রওনা হয়েছিলেন হামজা।
ইমিগ্রেশন সম্পন্ন করার পর হামজাকে বরণ করে নেন বাফুফে কর্তারা। এ সময় তাদের সাথে ছিলেন হামজার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী। হামজাকে দেখার জন্য সিলেট এয়ারপোর্টের বাইরে অনেক সমর্থকের ভিড় করেন।
সিলেট বিমানবন্দরে নেমে সরাসরি হবিগঞ্জের বাহুবল থানার স্নানঘাট গ্রামে চলে যাবেন হামজা। সেখানে আজ পরিবারের সঙ্গে সময় কাটাবেন। তার আগমনে হবিগঞ্জে উৎসবের আমেজ তৈরি হয়েছে।
হবিগঞ্জে দু’দিন থেকে ১৯ মার্চ দুপুরে ঢাকায় টিম হোটেলে যোগ দেবেন হামজা। ওই দিন দুপুরে অফিশিয়াল প্রেস কনফারেন্সে গণমাধ্যমের মুখোমুখি হবেন তিনি। তার আগে সকালে দলীয় ফটোসেশন হবে। এরপর বিকাল বা সন্ধ্যায় অনুশীলনে নামার কথাও রয়েছে হামজার।
আগামী ২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেখানে হামজার সফরসঙ্গী হতে পারেন পরিবার ও নিকটাত্মীয়সহ ১৬ থেকে ১৭ জন।
বিডি-প্রতিদিন/বাজিত