ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শাস্তি পেয়েছেন বরুণ চক্রবর্তী। আচরণবিধি লঙ্ঘনের দায়ে কলকাতা নাইট রাইডার্সের এই স্পিনারকে জরিমানা করা হয়েছে। তার ম্যাচ ফি’র ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে এবং তাকে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।
গত বুধবার চেন্নাই সুপার কিংসের ডেওয়াল্ড ব্রেভিসকে আউট করে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার ইঙ্গিত করেছিলেন তিনি। এ ঘটনার জন্যই শাস্তি হতে পারে বরুণের।
কলকাতার বোলারদের মধ্যে বরুণই বুধবার সবচেয়ে ভালো বোলিং করেছেন। চার ওভার বল করে ১৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। তার পরেও তাঁকে শাস্তি পেতে হল।
ইডেনে বুধবার গত আসরের চ্যাম্পিয়ন কলকাতার সঙ্গে পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাইয়ের খেলা ছিল। প্রথমে ব্যাট করে কলকাতা ২০ ওভারে ৬ উইকেটে ১৭৯ রান তোলে। জবাবে চেন্নাই ১৯.৪ ওভারে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। ২ বল বাকি থাকতে ২ উইকেটে জেতে চেন্নাই।
বিডি প্রতিদিন/আশিক