টেস্ট ক্রিকেট থেকে ১৪ বছরের ইতি টানলেন ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি।
সোমবার ইন্সটাগ্রামে কোহলি লিখেছেন, ‘টেস্ট ক্রিকেটের ব্যাগি গ্রিন ক্যাপটি পরেছি তাও ১৪ বছর হয়েছে। সত্যি বলতে, কখনও ভাবিনি এই ফরম্যাটের যাত্রা আমাকে এত দূর নিয়ে যাবে। এটি আমাকে পরীক্ষা করেছে, গড়েছে এবং এমন কিছু শিক্ষা দিয়েছে যা সারা জীবন বহন করব।’
এদিকে, কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে নতুন তথ্য সামনে আসছে। কোহলিকে নাকি অনুরোধ নয়, তাকে জানানো হয়েছে টেস্ট দলে জায়গা অনিশ্চিত।
এর আগে গত শনিবার সকালে খবর আসে যে কোহলি টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত বিসিসিআইকে জানিয়ে দিয়েছেন। কোহলির এমন সিদ্ধান্তের প্রভাব এতটাই ছিল যে, খবর অনুযায়ী, বিসিসিআই মরিয়া হয়ে কোহলিকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ করেছে। যাতে জুন-জুলাইয়ের গুরুত্বপূর্ণ ইংল্যান্ড সফরে ভারতীয় দল অনভিজ্ঞ না থেকে যায়, বোর্ডের তরফে সেই চেষ্টাই করা হচ্ছে বলে খবর।
কেননা রোহিত শর্মা এবং রবিচন্দ্রন অশ্বিন ইতোমধ্যেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। রবীন্দ্র জাদেজা এবং জসপ্রিত বুমরাহকে ইংল্যান্ড সিরিজের দলে নিশ্চিতভাবেই রাখা হবে। যেহেতু এই সিরিজ দিয়ে ভারত নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করছে, তাই কোহলি না থাকলে তা ভারতের জন্য বড় ধাক্কা হতে পারে।
তবে, ভারতীয় গণমাধ্যম দৈনিক জাগরণের একটি প্রতিবেদনে সম্পূর্ণ বিপরীত দাবি করা হয়েছে। এতে বলা হয়েছে যে, কোহলিকে তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলা হয়নি। বরং, সিদ্ধান্ত গ্রহণকারীরা কোহলিকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, খারাপ ফর্মের কারণে ভারতের টেস্ট দলে তার জায়গা পাওয়া নিশ্চিত নয়।
অস্ট্রেলিয়ায় তার শেষ টেস্ট সিরিজে কোহলি পাঁচটি টেস্টে মোট ১৯০ রান করেন। তার ব্যাটিং গড় ছিল ২৩-এর সামান্য বেশি। আসলে সেই ১৯০ রানের মধ্যে ১০০ রান বিরাট একটি ইনিংসেই করেছিলেন। বাকি সিরিজে তার সার্বিক অবদান ৯০ রানের।
জাগরণের প্রতিবেদনে একটি সূত্রের উদ্ধৃতি দেওয়া হয়েছে, যেখানে সংশ্লিষ্ট সূত্র বলেন, ‘বিসিসিআই কাউকে অনুরোধ করে না। একজন খেলোয়াড়ের সিদ্ধান্ত তার ব্যক্তিগত পছন্দ। আমরা এতে হস্তক্ষেপ করি না।’
উল্লেখযোগ্য বিষয় হল, ভারত বর্ডার-গাভাসকর ট্রফির আগে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ৩-০ হোয়াইটওয়াশ হয়। সেই সঙ্গে প্রথমবারের মতো ভারতীয় দল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে ব্যর্থ হয়। পুরো বিষয়টিকে বিসিসিইয়ের উপর বড়সড় প্রভাব ফেলে।
৭ মে মুম্বাইয়ে একটি বৈঠক হয়, যেখানে প্রাক্তন টেস্ট অধিনায়ক রোহিতকে জানানো হয়েছিল যে তিনি আর ভারতের টেস্ট দলের জন্য উপযুক্ত নন। জানা গেছে, কোহলিকেও একই বার্তা দেওয়া হয়েছে।
দেশের হয়ে ১২৩টি টেস্ট খেলে কোহলি করেছেন ৯২৩০ রান। গড় ৪৬.৮৫। ৩০টি শতরান এবং ৩১টি অর্ধশতরান রয়েছে তাঁর ঝুলিতে। ২০১৯ সালে পুণেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেছিলেন অপরাজিত ২৫৪ রানের ইনিংস, যা টেস্ট ক্রিকেটে কোহলির সর্বোচ্চ রানের ইনিংস।
সূত্র : হিন্দুস্তান টাইমস।
বিডি-প্রতিদিন/বাজিত