চোট কাটিয়ে ফিরেছেন বেন কারান। দক্ষিণ আফ্রিকা সিরিজে না খেলা সিকান্দার রাজাও আছেন এবার। তাদের সঙ্গে রয় কাইয়া ও টানুনুরওয়া মাকোনিকে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ফিরিয়েছে জিম্বাবুয়ে।
দুই টেস্টের সিরিজের জন্য ১৬ জনের দল দিয়েছে জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা সবশেষ টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন টাকুডজোয়ানাশে কাইটানো, প্রিন্স মাসভাউরে, ওয়েলসি মাধেভেরে ও কুন্ডাই মাতিগিমু।
হাতের চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে যান দুই ইংলিশ ক্রিকেটার টম ও স্যাম কারানের ভাই বেন কারান। আর প্রোটিয়াদের বিপক্ষে যখন লাল বলের ক্রিকেটে লড়ছিল জিম্বাবুয়ে, তখন মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) খেলছিলেন রাজা।
ফ্র্যাঞ্চাইজি ওই টুর্নামেন্ট শেষে জাতীয় দলে যোগ দেন তিনি। স্পিনিং এই অলরাউন্ডারকে চলমান ত্রিদেশীয় সিরিজের দলে রেখেছে জিম্বাবুয়ে। এবার টেস্ট দলেও জায়গা হলো তার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে হেলমেটে বলের আঘাত পান ব্রায়ান বেনেট। কনকাশনের কারণে ওই টেস্টের বাকি অংশ তো বটেই, পরের ম্যাচেও খেলতে পারেননি তিনি। পুরোপুরি সুস্থ হয়ে ত্রিদেশীয় সিরিজ দিয়ে দলে ফিরেছেন জিম্বাবুয়ে ওপেনার। এবার জায়গা করে নিলেন টেস্ট দলেও।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে পিঠে চোট পাওয়া রিচার্ড এনগারাভা খেলেছেন ত্রিদেশীয় সিরিজে। কিন্তু তাকে টেস্ট দলে রাখেনি জিম্বাবুয়ে। আইসিসির দুর্নীতিবিরোধী আইন লঙ্ঘনের দায়ে ব্রেন্ডন টেইলরের সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে আগামী ২৫ জুলাইয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরতে চেয়েছিলেন এই কিপার ব্যাটসম্যানের। কিন্তু সাবেক অধিনায়ককে দলেই রাখেনি জিম্বাবুয়ে।
নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্টই বুলাওয়ায়োতে খেলবে জিম্বাবুয়ে। দুই দলের প্রথম টেস্ট শুরু আগামী ৩০ জুলাই। দ্বিতীয় ও শেষ ম্যাচ শুরু হবে ৭ অগাস্ট। ২০১৬ সালের পর এই প্রথম নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে যাচ্ছে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ে টেস্ট দল: ক্রেইগ আরভাইন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, টানাকা চিভাঙ্গা, বেন কারান, ট্রেভর গুয়ান্ডু, রয় কাইয়া, টানুনুরওয়া মাকোনি, ক্লাইভ মাডান্ডে, ভিন্সেন্ট মাসেকেসা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান নিয়ামহুরি, সিকান্দার রাজা, টাফাডজোয়া সিগা, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ