আবারও বাবা হয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ৫ জুলাই সাও পাওলোর ভিলা নোভা স্টার হাসপাতালে তাঁর কন্যাসন্তান মেলের জন্ম হয়। এটি নেইমার ও তাঁর প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির দ্বিতীয় সন্তান। নতুন এই অতিথির আগমনে আরও একবার পিতৃত্বের স্বাদ পেলেন নেইমার, এ নিয়ে চতুর্থবার।
মেয়ের জন্মের খবর ইনস্টাগ্রামে নিশ্চিত করেন ব্রুনা বিয়ানকার্দি। সেই সময় সান্তোস ক্লাব থেকে ছুটি নিয়ে স্ত্রী ও নবজাতকের পাশে ছিলেন নেইমার। নেইমারের এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে সাবেক ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) পাঠিয়েছে এক বিশেষ উপহার।
নেইমার ও তাঁর চার সন্তানের জন্য পিএসজি পাঠিয়েছে পাঁচটি বিশেষ জার্সি, প্রতিটি জার্সিতে লেখা আছে তাদের নাম এবং নেইমারের সাবেক জার্সি নম্বর ১০। এই উপহার পেয়ে আবেগাপ্লুত নেইমার তা ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, ‘ধন্যবাদ, পিএসজি।’
নেইমার ও ব্রুনা গত জানুয়ারিতে ঘোষণা দিয়েছিলেন, তাঁরা নতুন অতিথির অপেক্ষায় আছেন। এরপর থেকে শুরু হয় ভক্তদের অপেক্ষা, যা পূর্ণতা পায় মেল-এর জন্মের মাধ্যমে।
২০১৭ সালে বার্সেলোনা থেকে রেকর্ড দামে পিএসজিতে যোগ দেন নেইমার। প্যারিসের ক্লাবটির হয়ে ছয় মৌসুমে পাঁচটি লিগ শিরোপাসহ বেশ কিছু ঘরোয়া শিরোপা জিতলেও, চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি তাঁর। ২০২৩ সালের আগস্টে পিএসজি ছাড়েন নেইমার, পাড়ি জমান সৌদি আরবের ক্লাব আল হিলালে।
বিডি প্রতিদিন/মুসা