ক্লাব বিশ্বকাপের পর রিয়াল মাদ্রিদ ছেড়ে এসি মিলানে যোগ দিয়েছেন লুকা মদ্রিচ। এতে রিয়ালে তার রেখে যাওয়া নম্বর টেন জার্সিটি কে পাচ্ছেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। মদ্রিচের আগে এই আইকনিক জার্সি গায়ে জড়িয়েছেন ফেরেঙ্ক পুসকাস, ফিগো, সিডর্ফ, স্নেইডার, ওজিলের মতো কিংবদন্তিরা। তাই মদ্রিচের পর জার্সিটা কার গায়ে উঠতে যাচ্ছে– তা নিয়ে কৌতূহল আছে সমর্থকদের।
নম্বর টেন জার্সিকে ফুটবল ইতিহাসের সবচেয়ে আইকনিক জার্সি নম্বর বলা হয়। সাধারণত দলের সেরা খেলোয়াড়ই এই জার্সি নম্বর পান। যেমন আগামী মৌসুমের আগে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা তাদের ১০ নম্বর জার্সি লামিনে ইয়ামালকে দিয়েছে।
তবে, রিয়াল মাদ্রিদের বেলায় ১০ নম্বর জার্সির ব্যাপারটা কিছুটা ভিন্ন। রিয়ালের ইতিহাসের দুই সেরা তারকা আলফ্রেদো ডি স্তেফানো আর ক্রিস্টিয়ানো রোনালদো পরতেন ৯ ও ৭ নম্বর জার্সি। তবে তারপরও ১০ নম্বর জার্সির একটা আলাদা আবেদন আছে। ফুটবল ইতিহাসেরই বেশ কয়েকজন মহারথী রিয়ালে এই জার্সি গায়ে চাপিয়েছেন।
২০১৭-১৮ মৌসুমে হামেস রদ্রিগেজের কাছে থেকে ১০ নম্বর জার্সি বুঝে পান মদ্রিচ। গত ৮ মৌসুমে এই জার্সি গায়ে অনন্য উচ্চতায় উঠেছেন এই ক্রোয়াট কিংবদন্তি। তার বিদায়ের পর কে হতে যাচ্ছেন রিয়ালের নম্বর টেন?
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ১০ নম্বর জার্সি পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন দুজন। তারা হলেন কিলিয়ান এমবাপ্পে ও আর্দা গুলের।
এমবাপ্পে ফ্রান্সের হয়ে ১০ নম্বর জার্সি গায়ে খেলেন। বিশ্ব ফুটবলের বড় তারকাদের একজন তিনি। তবে রিয়ালে এসে গায়ে চাপিয়েছেন ৯ নম্বর জার্সি।
অন্যদিকে, মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই বিস্ময় জাগিয়েছেন তরুণ তুর্কি মিডফিল্ডার আরদা গুলার। বিশেষ করে শাবি আলনসো কোচ হিসেবে যোগ দেওয়ার পর তার অধীনে গুলেরের উন্নতি চোখে পড়ার মতো।
একটি তাৎপর্যপূর্ণ মুহূর্তে মদ্রিচ নিজ হাতে গুলারকে তার নম্বর ১০ জার্সি উপহার দেন, যা ছিল একপ্রকার দায়িত্ব হস্তান্তরের প্রতীক। গুলার এখনো এমবাপ্পের মতো বিশ্বব্যাপী পরিচিত না হলেও, তার প্রতিভা ও সম্ভাবনা তাকে সেই উচ্চতায় পৌঁছাতে সাহায্য করতে পারে।
ফুটবলে ১০ নম্বর জার্সির আলাদা বাণিজ্যিক মূল্য আছে। এই নম্বরের জার্সির চাহিদা আছে, যা খেলোয়াড়দের ব্যক্তিগত ব্র্যান্ড গড়ে তোলে এবং বিশ্বব্যাপী নজর কাড়ে। তাই রিয়াল এখন কাকে ১০ নম্বর জার্সিটি দেবে এ নিয়ে তাকিয়ে আছে গোটা ফুটবল বিশ্ব।
বিডি প্রতিদিন/কেএ