বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ উপলক্ষ্যে আজ (২২ জুলাই) রাজধানীর মেট্রোরেল চলবে বাড়তি সময় পর্যন্ত। ঢাকাবাসীর যাতায়াত সুবিধা নিশ্চিত করতে সময়সূচিতে অস্থায়ীভাবে পরিবর্তন এনেছে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট (ডিএমআরটি) কর্তৃপক্ষ।
ডিএমআরটি এক বিবৃতিতে জানিয়েছে, আজ রাতে উত্তরা উত্তর স্টেশন থেকে তিনটি অতিরিক্ত ট্রেন ছেড়ে যাবে মতিঝিল স্টেশনের দিকে। এই ট্রেনগুলো ছাড়বে রাত ৯:১৫, ১০:০০ ও ১০:১৫ মিনিটে।
মতিঝিল থেকেও তিনটি ট্রেন ছেড়ে যাবে উত্তরা উত্তরের উদ্দেশে, যার সময় নির্ধারিত হয়েছে রাত ৯:৫৫, ১০:৪০ ও ১০:৫৫ মিনিটে। যাত্রীদের সুবিধার জন্য সব স্টেশনের সিঙ্গেল জার্নি টিকিট কাউন্টার খোলা থাকবে রাত ১০:১৫ মিনিট পর্যন্ত।
তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিশেষ সময়সূচি শুধুমাত্র আজকের (২২ জুলাই) ম্যাচ উপলক্ষে কার্যকর থাকবে। অন্যান্য দিনগুলোর জন্য পূর্বের নিয়মই বহাল থাকবে। সাধারণ দিনে উত্তরা উত্তর থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টায় এবং মতিঝিল থেকে রাত ৯টা ৪০ মিনিটে ছাড়ে। তবে যাদের কাছে র্যাপিড পাস বা এমআরটি পাস আছে, তারা রাত ১০টা পর্যন্ত ট্রেনের সুবিধা নিতে পারেন।
বিডি প্রতিদিন/মুসা