ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নিজের ফিটনেস নিয়ে বহুবার প্রশংসিত হলেও এবার আলোচনায় উঠে এসেছেন অন্য কারণে। তরুণ ক্রিকেটারদের ঘনঘন চোট পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এই বিশ্বকাপজয়ী অধিনায়ক। তাঁর মতে, বর্তমান প্রজন্মের শারীরিক পরিশ্রমের ঘাটতি ও লাইফস্টাইলের পরিবর্তন এর মূল কারণ।
সম্প্রতি রাঁচিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ধোনি বলেন,'এখনকার ছেলেদের বয়স বাড়ছে, কিন্তু ফিটনেস কমছে। অনেকেই প্রয়োজনমতো শারীরিক পরিশ্রম করছে না। এটা একটা বড় চিন্তার বিষয়।'
নিজের অভিজ্ঞতা তুলে ধরে ধোনি জানান, তাঁর নিজের মেয়েও সারাদিন বসে কাটায়, যা তাঁকে ভাবিয়ে তোলে। তিনি বলেন, 'আমি নিজে ওকে আরও সক্রিয় রাখার চেষ্টা করি। কিন্তু এটা শুধু আমার সন্তানের সমস্যা নয়, অনেক ঘরেই এখন শিশুরা খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে।'
ধোনির এই মন্তব্য এমন সময় এল, যখন ভারতীয় ক্রিকেটারদের চোট সমস্যা প্রকট হয়ে উঠছে। ইংল্যান্ড সফরে পেসার আকাশ দীপ পিঠের চোটে ভুগছেন, ফলে ম্যাচে না-ও খেলতে পারেন। জশপ্রীত বুমরাও এখনো পুরোপুরি ফিট নন। এ অবস্থায় তরুণ ক্রিকেটারদের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে ক্রিকেট মহলে।
৪৪ বছর বয়সেও আইপিএলে খেলা চালিয়ে যাচ্ছেন ধোনি। হাঁটুতে অস্ত্রোপচারের পরেও মাঠে নামছেন। এমনকি গত আইপিএল মৌসুমে কিছুকিছু ম্যাচে অধিনায়কত্বও করেছেন। তাঁর কিপিং দক্ষতা এবং দ্রুত দৌড়ের ক্ষমতা এখনও অনেক তরুণ খেলোয়াড়ের চেয়েও কার্যকর।
ধোনি বলেন, 'আমি সবসময় একটা শৃঙ্খলাবদ্ধ রুটিন মেনে চলেছি। চাষাবাদ করি, গাড়ি নিজে সারাই করি। এই কাজগুলো আমাকে সক্রিয় রাখে।'
বিডি প্রতিদিন/মুসা