গত মৌসুমে সেরি আ’তে ২৫ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতেছিলেন মাতেও রেতেগুই। বয়সও মোটে ২৬, বলা চলে ক্যারিয়ারের সেরা সময়টা পার করছেন তিনি। আর এই সময়েই বিস্ময়ে হতবাক করে দেওয়া সিদ্ধান্ত নিলেন তিনি। ইউরোপের অন্যতম শীর্ষ লিগ ছেড়ে সৌদি লিগের ক্লাবে যোগ দিলেন আটালান্টার এই স্ট্রাইকার।
সৌদি প্রো লিগের ক্লাব আল কাদসিয়া'য় যোগ দিয়েছেন ইতালির স্ট্রাইকার মাতেও রেতেগুই। গত সোমবার উভয় ক্লাবই এই দলবদলের খবর নিশ্চিত করেছে। ইতালির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ৪ বছরের চুক্তিতে রেতেগুইকে দলে ভিড়িয়েছে সৌদি ক্লাবটি।
ক্লাবটি এক বিবৃতিতে বলেছে, পেরকাস্সি পরিবার, পাগলিউকা পরিবার এবং পুরো নেরাজ্জুরির ক্লাব আন্তরিকভাবে মাতেওকে গত মৌসুমে তার অসাধারণ অবদানের জন্য ধন্যবাদ জানাচ্ছে এবং তার ভবিষ্যৎ ক্রীড়া জীবনের জন্য এবং সামগ্রিক ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছে।
আর্জেন্টিনার দুই বিখ্যাত ক্লাব রিভারপ্লেট ও বোকা জুনিয়র্সে ফুটবলে হাতেখড়ি রেতেগুইয়ের। বোকার হয়ে সিনিয়র ক্যারিয়ার শুরুর পর দেশটির আরও তিন ক্লাব এস্তুদিয়ান্তেস, তাল্লেরেস ও তিগ্রের হয়ে খেলেছেন তিনি। ২০২৩ সালে সিরি আ'র ক্লাব জেনোয়ায় এক মৌসুম খেলে আটালান্টায় যোগ দিয়েছিলেন।
২০১৮ সালে আর্জেন্টিনা অনূর্ধ্ব ২০ দলের হয়ে খেলা শুরু করলেও ২০২৩ সালে জাতীয়তা বদলে ইতালির হয়ে খেলা শুরু করেন রেতেগুই। মূলত দাদা-দাদির সূত্রে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে খেলার সুযোগ পেয়েছেন তিনি। আজ্জুরিদের হয়ে এখন পর্যন্ত ২০ ম্যাচে ছয়টি গোল করেছেন তিনি।
গত ১৭ জুলাই আল কাদসিয়া ছাড়েন গ্যাবনিজ স্ট্রাইকার রিয়েরে-এমেরিক ঔবামেয়াং। গত মৌসুমে ৩৬ ম্যাচে ২১ গোল করে নবাগত দলটিকে লিগে চতুর্থ বানান এই গ্যাবনিজ। তার শূন্যতা দূর করতেই রেতেগুইকে দলে ভেড়াল আল কাদসিয়া।
ঠিক কী পরিমাণ অর্থে আটালান্টা এই ২৬ বছর বয়সী স্ট্রাইকারকে বিক্রি করেছে তা জানায়নি। তবে ইতালিয়ান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই দলবদলে সেরি আ’র ক্লাবটি ৬৫ মিলিয়ন ইউরোর (৯২০ কোটি ৬৬ লাখ টাকা) আশেপাশে একটা অঙ্কের অর্থ পাচ্ছে। যা রেতেগুইকে ইতালির ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়ে পরিণত করেছে।
বিডি প্রতিদিন/কেএ