প্রাক-মৌসুম প্রস্তুতির শেষ ধাপে এসে ব্যতিক্রমী এক আয়োজন করেছে লিভারপুল। আজ সোমবার (৪ আগস্ট) নিজেদের ঘরের মাঠ অ্যানফিল্ডে স্পেনের অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে একই দিনে দুটি প্রস্তুতি ম্যাচ খেলছে অল রেডরা। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে প্রথম ম্যাচ, দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে রাত ১টায়।
সম্প্রতি এশিয়া সফরে এসি মিলান ও ইয়োকোহামার বিপক্ষে ম্যাচ খেলে ফিরেছে লিভারপুল। এবার ঘরের মাঠে পুরো স্কোয়াডকে ম্যাচ খেলার সুযোগ করে দিতেই এ ডাবল-হেডার আয়োজন করেছে ক্লাবটি। দুই ম্যাচে মিলিয়ে ৩০ জনের বেশি খেলোয়াড়কে মাঠে দেখা যেতে পারে।
দুই ম্যাচের জন্য একটি টিকিট বরাদ্দ করা হয়েছে। প্রথম ম্যাচ শুরু হলে স্টেডিয়ামের গেট বন্ধ হয়ে যাবে, তাই দুটি ম্যাচ দেখতে হলে দর্শকদের আগেই প্রবেশ করতে হয়েছে। এরই মধ্যে সব টিকিট বিক্রি শেষ হয়ে গেছে।
এ দিন ঘরের মাঠে অভিষেক হতে পারে বেশ কয়েকজন নতুন তারকার। তাদের মধ্যে আছেন ফ্লোরিয়ান ভার্টজ, জর্জি মামারদাশভিলি, জেরেমি ফ্রিমপং, হুগো একিতিকে, মিলোস কেরকেজ ও ফ্রেডি উডম্যান। এছাড়া তরুণ রিও এনগুমোহা ও ট্রে নিয়োনিকে বাড়তি সময় দিতে পারেন কোচ আর্নে স্লট।
বিডি প্রতিদিন/মুসা