ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন টেন্ডুলকারের পুত্র ও মুম্বাই ইন্ডিয়ান্সের তরুণ পেসার অর্জুন তেন্ডুলকর জীবনের নতুন ইনিংস শুরু করলেন। বুধবার ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে সানিয়া চাঁদোকের সঙ্গে বাগদান সারলেন এই বাঁহাতি পেসার। খবরটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে অভিনন্দনের ঢল নেমেছে। যদিও এখনও পর্যন্ত দুই পরিবারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।
কে এই সানিয়া চাঁদোক? ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সানিয়া হলেন মুম্বাইয়ের প্রখ্যাত উদ্যোক্তা রবি ঘোষের নাতনি। ঘাই পরিবার সেবা ও খাদ্য শিল্পে সুপরিচিত ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং ব্রুকলিন ক্রিমারির সঙ্গে যুক্ত। ব্যবসায়িক পরিবারের সন্তান সানিয়া নিজেও একজন উদ্যোক্তা। তিনি প্রতিষ্ঠা করেছেন ‘মিস্টার পজ পেট স্পা অ্যান্ড স্টোর এলএলপি’। এটি মুম্বাই-ভিত্তিক একটি প্রিমিয়াম পোষ্য পরিচর্যা ও খুচরো বিক্রির ব্র্যান্ড।
বাঁহাতি পেসার হিসেবে ঘরোয়া ক্রিকেটে গোয়ার হয়ে খেলেন অর্জুন। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৭ ম্যাচে নিয়েছেন ৩৭টি উইকেট ও করেছেন ৫৩২ রান। টি-২০ ক্রিকেটে ২৪ ম্যাচে ২৭ উইকেট এবং লিস্ট এ ক্রিকেটে ১৮ ম্যাচে ২৫ উইকেট ঝুলিতে ভরেছেন।
আইপিএল মঞ্চে ২০২৩ সালে অভিষেক হয় তাঁর, প্রথম উইকেট হিসেবে পেয়েছিলেন ভুবনেশ্বর কুমারকে। মুম্বই ইন্ডিয়ান্স ২০২৪ মৌসুমে তাঁকে ধরে রাখে, আর সাম্প্রতিক মেগা নিলামে ৩০ লক্ষ টাকায় দলে নেয়।
বিডি প্রতিদিন/নাজমুল