লিগস কাপের সেমিফাইনালে ইন্টার মায়ামির হয়ে লিওনেল মেসি মাঠে নামবেন কিনা সেটি এখনো অনিশ্চিত। অরল্যান্ডো সিটির বিপক্ষে খেলার আগে আর্জেন্টাইন তারকা অনুশীলন করলেও ম্যাচ ডের আগে শতভাগ ফিট ফিট হলেই মাঠে নামবেন আর্জেন্টাইন মহাতারকা।
ইন্টার মায়ামি সহকারী কোচ জাভিয়ের মোরালেস বলছেন, শুধু মেসি নন, জর্ডি আলবাকে নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
মোরালেস বলেন, জর্ডি ও লিও আমাদের সঙ্গে অনুশীলন করেছে। পুরো অনুশীলনেই তারা ছিল। এখন আমরা দেখবো দিনভর তাদের উন্নতিটা কেমন হয়। তার পরেই কাল একটা সিদ্ধান্ত নেব।
মেসিকে নিয়ে ইতিবাচক কথাই বলেছেন মোরালেস। তিনি বলেন, তার অনুশীলন নিয়ে আমরা খুবই ইতিবাচক। সে অন্তত দলে থাকবে এটা কল্পনা করতেই পারি।
মেসির হাত ধরেই ২০২৩ সালে লিগস কাপের শিরোপা জিতেছিল মায়ামি। কিন্তু এবার ডান পায়ে পেশির চোটে ভুগছেন তিনি। লিগস কাপে কোয়ার্টার ফাইনালে ছিলেন না। খেলা হয়নি মেজর লিগ সকারে শনিবারের ম্যাচেও। আলবার অবশ্য হাঁটুর সমস্যা।
মেসি সর্বশেষ দলের হয়ে খেলেছেন গত ১৬ আগস্ট। তাও আবার সেটি বদলি হয়ে।
বিডি প্রতিদিন/কেএ