জাপানি ব্যাঙ নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে মেতে আছে চীনারা। সত্যিকারের ব্যাঙ নয়। এটি মোবাইল গেমের একটি চরিত্র। মাত্র দুই সপ্তাহের মাথায় চীনে অ্যাপলের অ্যাপ স্টোরে ফ্রি গেমগুলোর শীর্ষে উঠে এসেছে ট্রাভেল ফ্রগ (ভ্রমণবিলাসী ব্যাঙ) নামের ওই গেম।
জাপানিজ কোম্পানি হিট পয়েন্ট ওই গেমটি তৈরি করেছে। গেমটির আসল নাম তাবিকায়েরু। এটি জাপানি নাম। দুই দেশের ভাষাগত সমস্যা সত্ত্বেও চীনে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসার ক্ষেত্রে তা মোটেও বাধা হয়ে দাঁড়ায়নি।
গেমের মূল চরিত্র সবুজ রঙের ব্যাঙ যে একটি কুড়ে ঘরে বাস করে, যেখানে সে খায়, লেখা-পড়া করে, কখনো কখনো বইয়ের ওপরই ঘুমিয়ে পড়ে। তবে ব্যাঙটিকেই কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারেন না খেলোয়াড়রা।
ছোট্ট আকৃতির সবুজ যখন তখন ঘর থেকে বেরিয়ে পড়ে, জাপানের আনাচে কানাচে ঘুরে বেড়ায়। ব্যাঙ কখন বাড়ি ফিরে আসবে তা জানারও কোনো উপায় নেই। কখনো কয়েক ঘণ্টার মাথায় বাড়ি ফিরে আসে, কখনো চার দিন পর। সে তার মালিকের (যিনি গেমটি খেলছেন) জন্য চিঠি, ছবি, পোস্টকার্ডও পাঠায়। আবার মাঝে মাঝে কিছুই পাঠায় না! সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/১ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা