২০১৮-১৯ মেয়াদে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেসের (বেসিস) নির্বাচনে 'টিম হরাইজন' প্যানেল বিজয়ী হয়েছে। নতুন কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিচ্ছেন সৈয়দ আলমাস কবীর আর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ রহমান। এছাড়া, ভাইস প্রেসিডেন্ট মুশফিকুর রহমান ও শোয়েব আহমেদ এবং অন্য বিজয়ীরা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
আজ রাজধানীর বেসিস কার্যালয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত নয় কার্যনির্বাহী সদস্য নির্বাচিত করতে ৫৪২ জন সদস্য ভোট দেন। আগামী ২ এপ্রিল নতুন কমিটি দায়িত্ব নেবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার