যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপের মধ্যেও ব্রিটেন সিদ্ধান্ত নিয়েছে, সীমাবদ্ধতার মধ্যে তাদের ফাইভজি নেটওয়ার্ক পরিচালনা করবে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। যুক্তরাষ্ট্র তার মিত্রদের হুয়াওয়ের কার্যক্রম পুরোপুরি বন্ধের জন্য চাপ দিয়ে আসছে।
তবে সে চাপকে পাশ কাটিয়ে সীমিত পরিসরে হুয়াওয়েকে ফাইভজি নেটওয়ার্ক পরিচালনার অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। তবে নেটওয়ার্কের সঙ্গে সম্পর্কযুক্ত কোন সংবেদনশীল কিট যুক্তরাজ্যে ব্যবহার করতে পারবে না হুয়াওয়ে। তবে নেটওয়ার্কের সঙ্গে সম্পর্কিত ৩৫ শতাংশ কিট যেমন- ‘রেডিও মাস্ট’ ব্যবহার করতে পারবে।
যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি এবং পারমাণবিক সাইট অবস্থিত অঞ্চলে হুয়াওয়ে তাদের নেটওয়ার্ক পরিচালনার করতে পারবে না।
বিডি প্রতিদিন/ফারজানা