শিরোনাম
- শ্রমিকের অধিকার প্রতিষ্ঠাই হবে মে দিবসের অঙ্গীকার : শিমুল বিশ্বাস
- লিবিয়া থেকে কাল দেশে ফিরছেন ১৭৭ বাংলাদেশি
- চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ
- প্রাক-প্রাথমিকে ১৫০০ বিদ্যালয়ে স্মার্ট টিভি-ল্যাপটপ দেবে সরকার
- জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
- দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা
- দেশব্যাপী শব্দদূষণবিরোধী অভিযানে ২৬৫ হাইড্রোলিক হর্ন জব্দ
- তথ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৯
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
তথ্য ফাঁস হল আইফোন ১২ প্রো ম্যাক্সের
অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন

আইফোন প্রেমীরা সবসময়ই অ্যাপলের আইফোনের নতুন ভার্সনের অপেক্ষায় থাকেন। দিনগুণতে থাকেন কখন বের হবে আইফোন। বের হলেই হুমড়ি খেয়ে পড়েন তারা। সম্প্রতি বাজারে আসার আগেই আইফোন ১২ প্রো ম্যাক্স মডেলর তথ্য অনলাইনে ফাঁস হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
গত বছরই অ্যাপল ঘোষণা দেয় নতুন আইফোন ১২ প্রো ম্যাক্সের। তবে করোনার হানায় যথাসময়ে বাজারে আসেনি আইফোন ১২ প্রো ম্যাক্স। এরই মধ্যে জানা গেল এই ফোনের তথ্য ফাঁস হওয়ার খবর। প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে নতুন আইফোন নিয়ে নানা তথ্য দেওয়া হচ্ছে। নতুন আইফোন নিয়ে সম্প্রতি জন প্রসের নামে এক ইউটিউবার বেশ কিছু স্ক্রিনশট ফাঁস করেন। এতে আইফোন ১১ প্রো ম্যাক্সের সঙ্গে নতুন মডেলের আইফোনের তুলনা করা হয়েছে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, অ্যাপল সাধারণত নতুন আইফোন উদ্বোধনের অনুষ্ঠান সেপ্টেম্বর মাসে আয়োজন করে। তবে আইফোন ১২ সিরিজের অনুষ্ঠান এবারে করোনাভাইরাস পরিস্থিতির কারণে কিছুটা দেরিতে আয়োজন করতে পারে। সম্প্রতি টুইটারে একটি অ্যাকাউন্ট থেকে আইফোন ১২ প্রো ম্যাক্সের ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে বলা হয়েছে, এবারের আইফোনে যে ব্যাটারি যুক্ত করা হচ্ছে তাতে দীর্ঘসময় চার্জ থাকবে। নতুন আইফোনের মডেলটি হবে ৬.৭ ইঞ্চি ওএলইডি ডিসপ্লের। আইফোন ১১ প্রো ম্যাক্সে ছিল ৫.৮ ইঞ্চি মাপের ডিসপ্লে। এছাড়া নতুন মডেলের আইফোনের ডিসপ্লে রেজুলেশন আগের সংস্করণের চেয়ে বেশি হবে।
ডিসপ্লে ছাড়াও নতুন আইফোনে এ১৪ বায়োনিক চিপসেট থাকবে যাতে যুক্ত হবে চতুর্থ প্রজন্মের নিউরাল ইঞ্জিন। এতে তিনটি ক্যামেরা সেটআপ থাকবে। এর প্রাথমিক সেন্সর ১৬ মেগাপিক্সেলের সঙ্গে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও টেলিফটো ক্যামেরা থাকছে। এতে আইপ্যাড প্রো মডেলের মতো আলাদা করে লিডার সেন্সর থাকবে যাতে নতুন অগমেন্টেড রিয়্যালিটি সুবিধা সমর্থন করবে। আইফোন ১২ প্রো ম্যাক্সে যে ব্যাটারি সুবিধা থাকবে তাতে আইফোন ১১ প্রো ম্যাক্সের তুলনায় দুই ঘন্টা বেশি চার্জ থাকবে।
এই ফোনে ফোরকে মানের ভিডিও ধারণ করা যাবে। এর ফেডআইডি সুবিধাও উন্নত হবে। অ্যাপলের পক্ষ থেকে নতুন আইফোন ঘিরে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু বলা হয়নি। কোভিড-১৯ পরিস্থিতি বিশ্বের অনেক কিছু বদলে দিয়েছে। অ্যাপলের নতুন আইফোন প্রতিবছর যে সময় ঘোষণা দেওয়া হয়, এবার তা আর হচ্ছে না। অ্যাপলের পক্ষ থেকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
গুঞ্জন উঠেছে, সেপ্টেম্বরের বদলে এবার এক মাস পিছিয়ে নতুন আইফোনের ঘোষণা দেবে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। সেই তারিখ হতে পারে ১২ অক্টোবর। অর্থাৎ, ১২ অক্টোবরে আসতে পারে আইফোন ১২। বার্তা সংস্থা সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, নতুন আইফোনে ক্রেতাদের আকর্ষণ করার মতো বেশ কিছু ফিচার থাকছে। সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হচ্ছে ফাইভ-জি নেটওয়ার্ক সমর্থন। এ কারণে অনেকেই নতুন আইফোন হালনাগাদ করবেন।
বাজার বিশ্লেষকেরা বলছেন, নতুন আইফোনের সবচেয়ে বড় চমক থাকবে ক্যামেরায়। অ্যাপলের আইফোন ১২ সিরিজে উচ্চমানসম্পন্ন সেমকো ও সানি অপটিক্যাল লেন্স ব্যবহার করা হচ্ছে। আর ও তথ্য প্রকাশ করেছেন অ্যাপল পণ্য সম্পর্কে সফল পূর্বাভাস দেওয়ার জন্য বিখ্যাত হয়ে ওঠা বিশ্লেষক মিং-সি কুয়ো। তিনি বলেছেন, নতুন লেন্সের কারণে ফোনের ক্যামেরা পারফরম্যান্স আরও উন্নত হবে এবং অটোফোকাস সুবিধা বাড়বে। সেমকো মূলত কোরিয়ার কোম্পানি আর সানি অপটিক্যালের প্রধান কার্যালয় চীনে। এ দুটি প্রতিষ্ঠানই সেরা লেন্স সরবরাহকারী হিসেবে পরিচিত। অ্যাপল নতুন আইফোন নিয়ে আগেভাগে কোনো তথ্য প্রকাশ করে না। তাই নতুন আইফোন ঘিরে বরাবরই নতুন পূর্বাভাস ও গুঞ্জন চলতে থাকে। অনেক ক্ষেত্রে এসব গুঞ্জনের মিল পাওয়া যায়।
এছাড়া করোনা পরিস্থিতির কারণে অন্য মোবাইল ফোনের সঙ্গে টক্কর দিতে এবারের নতুন আইফোনের দাম কম হতে পারে বলে গুঞ্জন রয়েছে। গত মে মাসে নতুন আইফোনের দামের তথ্য ফাঁস করেছেন তথ্যপ্রযুক্তি বিশ্লেষক জন প্রসের। তার দাবি, আইফোন ১২ মডেল ৬৪৯ মার্কিন ডলারে পাওয়া যাবে। নতুন আইফোন সংস্করণভেদে ৬৪৯ মার্কিন ডলার থেকে ১ হাজার ৯৯ ডলারে কিনতে পারবেন গ্রাহক। অর্থাৎ, বর্তমান বিশ্ব পরিস্থিতি মোকাবিলায় আইফোনের দাম কমিয়ে দিচ্ছে অ্যাপল।
বিডি-প্রতিদিন/শফিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পদোন্নতির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিসিএস হেলথ ফোরামের অবস্থান কর্মসূচি
৫৬ মিনিট আগে | নগর জীবন

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ
১ ঘণ্টা আগে | জাতীয়

সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম তুহিনের মুক্তির দাবিতে নীলফামারীতে আইনজীবীদের বিক্ষোভ
২ ঘণ্টা আগে | দেশগ্রাম