স্যামসাং ইলেক্ট্রনিক্সের প্রয়াত চেয়ারম্যান লি কুন-হির পরিবার বুধবার জানিয়েছে, তারা ১০ ট্রিলিয়ন ওনের (১০.৮ বিলিয়ন ডলার) বেশি কর পরিশোধ করবে। ৫ বছর সময়ের মধ্যে মোট ছয় কিস্তিতে এ বিশাল অঙ্কের কর পরিশোধ করবে তারা।
লি কুন-হির সংগ্রহকৃত শিল্পসামগ্রীও দান করা হবে রাষ্ট্রীয় কিউরেটরদের। যার আনুমানিক আর্থিক মূল্য ১.৭৬ বিলিয়ন ডলার।
স্যামসাং প্রতিষ্ঠা করেছিলেন লি বিয়ং-চুল। তার সন্তান লি কুন-হি স্যামসাংকে বিশ্বের সবচেয়ে বৃহৎ স্মার্টফোন ও মেমরি চিপ নির্মাতা প্রতিষ্ঠানে রূপ দিয়েছিলেন। গত ২৫ অক্টোবর লি কুন-হি মারা যান। সেসময় তার সম্পত্তির পরিমাণ ২৬ ট্রিলিয়ন ওন। লি কুন-হি বিরুদ্ধে বিশাল অঙ্কের কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগ ছিল। যদিও পরে তাকে ক্ষমা করা হয়েছিল।
স্যামসাং এক বিবৃতিতে জানিয়েছে, সব কর পরিশোধ করা আমাদের নাগরিক দায়িত্ব ও কর্তব্য।
সূত্র : রয়টার্স
বিডি প্রতিদিন/ফারজানা