বিশ্বের অন্যতম টেক জায়ান্ট মাইক্রোসফট বলছে, আগামী দিনে উইন্ডোজ কম্পিউটার চালাতে আর মাউস বা কি-বোর্ডের কোনো দরকার হবে না। তার বদলে ব্যবহারকারীরা তাদের কণ্ঠস্বর, হাতের ইশারা এবং চোখের নড়াচড়ার মাধ্যমেই কম্পিউটারের সঙ্গে যোগাযোগ করবে। সম্প্রতি প্রকাশিত ‘মাইক্রোসফট উইন্ডোজ ২০৩০ ভিশন’ ভিডিওতে প্রতিষ্ঠানটি আগামী পাঁচ বছরে উইন্ডোজ ব্যবহারের ভবিষ্যৎ কেমন হবে, তার একটি উজ্জ্বল ছবি আঁকছে।
ভিডিওতে মাইক্রোসফটের এন্টারপ্রাইজ ও অপারেটিং সিস্টেম সুরক্ষা বিভাগের করপোরেট ভাইস প্রেসিডেন্ট ডেভিড ওয়েস্টন জানান, আজকের মতো মাউস চালানো কিংবা কি-বোর্ডে টাইপ করা ভবিষ্যতে অনেকটাই পুরনো প্রথা হয়ে যাবে। ২০৩০ সালের মধ্যে মানুষের উইন্ডোজের সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম হবে কথা বলা, চোখের দৃষ্টি এবং হাতের ভাষা। ব্যবহারকারী ও যন্ত্রের মধ্যে কথোপকথন এক নতুন দিগন্ত খুলে দেবে, যা এখনকার কল্পবিজ্ঞানের চেয়েও এগিয়ে।
মাইক্রোসফট এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ইতোমধ্যেই প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ চালিয়ে যাচ্ছে। গত কয়েক বছরে প্রতিষ্ঠানটি ‘কোপাইলট’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার যুক্ত করেছে, যা উইন্ডোজ ও অফিস সফটওয়্যারে ব্যবহারকারীদের দৈনন্দিন কাজ অনেক সহজ করে তুলেছে। সম্প্রতি চালু হওয়া ‘হে কোপাইলট’ ফিচারের মাধ্যমে কণ্ঠস্বরের সাহায্যে উইন্ডোজের সেটিংস পরিবর্তন এবং ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করা যায়।
ডেভিড ওয়েস্টন আরও জানান, এআই-এর উন্নতির কারণে ভবিষ্যতে হিসেব-নিকেশ, রিপোর্ট তৈরি বা স্প্রেডশিট বানানোর মতো সময়সাপেক্ষ কাজগুলো অনেকটাই স্বয়ংক্রিয় হয়ে যাবে। এতে মানুষ সময় বাঁচিয়ে আরও সৃজনশীল ও গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিতে পারবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
বিডি প্রতিদিন/নাজিম