সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। নতুন পোশাকের আনন্দ, পূজামণ্ডপ ঘুরে বেড়ানো, ঢাকের শব্দে নেচে ওঠা– সব মিলিয়ে দুর্গাপূজা আবেগের সাথে ওতোপ্রতোভাবে জড়িত। কিন্তু এমন সময়ে পরিবারের কেউ যখন বিদেশে থাকে, দূরত্বের কারণে তখন আনন্দের মাঝেও থেকে যায় শূন্যতা। আর এই দূরত্ব কমিয়ে আনে ভিডিও কল, যা উদযাপনকে করে তোলে আরও আনন্দময়।
পূজার উৎসবে মিলনের এই অনুভূতিকে সহজ সংযোগের মাধ্যমে আরও জোরালো করে তোলে ম্যাসেজিং অ্যাপগুলো। যেখানে দূরত্ব প্রায়ই আমাদের ঐতিহ্য ও শেকড় থেকে দূরে নিয়ে যায়, সেখানে ইমোর মতো প্লাটফর্মগুলো করে ঠিক উল্টোটা। এটি মানুষের সম্পর্ককে আরও মজবুত করে তোলে। উৎসবে ও আনন্দের মুহূর্তে অংশীদার হওয়াকে সহজ করে দেয়।