বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

স্ন্যাপচ্যাট নিয়ে আসছে ‘রিয়েল টাইম লোকেশন’

রকমারি ডেস্ক

স্ন্যাপচ্যাট নিয়ে আসছে ‘রিয়েল টাইম লোকেশন’

‘রিয়াল-টাইম লোকেশন’ শেয়ারের নতুন ফিচার এনেছে স্ন্যাপচ্যাট। ফিচারটি ব্যবহার করে নির্দিষ্ট সময়ের জন্য বন্ধুদের সঙ্গে নিজের অবস্থানের তথ্য শেয়ার করতে পারবেন।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ম্যাপে লোকেশন জানানোর নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে স্ন্যাপচ্যাট। এটির মাধ্যমে ব্যবহারকারীরা পরিবার-পরিজনদের সঙ্গে জরুরি মুহূর্তে তাদের অবস্থান সংক্রান্ত তথ্য জানাতে পারবেন। স্ন্যাপচ্যাটের ম্যাপে অনেক আগে থেকেই লোকেশন শেয়ার অপশন চালু ছিল। তবে নতুন ভার্সনে ব্যবহারকারী যখন অ্যাপ চালু করেন তখন অবস্থানের তথ্য হালনাগাদ হয়। লাইভ লোকেশন ফিচার ব্যবহারকারীদের পরিবার-পরিজনকে নির্দিষ্ট সময়ের জন্য তাদের অবস্থানসংক্রান্ত তথ্য দেখার সুবিধা দেবে। যা অনেকটা অ্যাপলের ফাইন্ড মাই অ্যাপের মতো। অবস্থানসংক্রান্ত তথ্য ১৫ মিনিট, ১ ঘণ্টা বা ৮ ঘণ্টার জন্য শেয়ার করা যাবে। তবে এটি ব্যবহারে ব্যবহারকারীদের বন্ধু হতে হবে এবং লাইভ লোকেশন ফিচার ব্যবহার করতে হবে।

সর্বশেষ খবর