সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

আবারও পেছালেন ইলন মাস্ক

টেকনোলজি ডেস্ক

আবারও পেছালেন  ইলন মাস্ক

আবারও মাইক্রোব্লগিং সাইট টুইটারে ‘ব্লু-টিকের’ সাবস্ক্রিপশনের দিন পিছিয়ে দিলেন সংস্থাটির নতুন মালিক মার্কিন ধনকুবের ইলন মাস্ক।

এ বিষয়ে একটি টুইট করেন ইলন মাস্ক। তাতে তিনি বলেন, আপাতত ব্লু-টিকের জন্য ৮ ডলারের সাবস্ক্রিপশন প্রণয়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো। এর আগেও এটি স্থগিত করা হয়েছিল। তবে নভেম্বরের শেষেই এটি পুনরায় চালু করা হবে বলে জানিয়েছিলেন ইলন মাস্ক।

এক পা এগিয়ে দুই পা পিছিয়ে যাওয়া। টুইটার সাবস্ক্রিপশন নীতির বর্তমান অবস্থা এমনই। একদিকে ইলন মাস্ক চাইছেন, ভেরিফায়েড অ্যাকাউন্টের জন্য টাকা নেবেন। ব্যবহারকারীদের বড় অংশ এর বিরোধী। আর এর ফলে বারবার ঘোষণা করেও তারিখ পিছিয়ে দিচ্ছে টুইটার। তবে ব্যবহারকারীদের বিরোধিতাই যে এর একমাত্র কারণ, তা বলা যায় না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর