শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ভিডিও কলে ভাষা অনুবাদ করে শোনাবে স্কাইপ

টেকনোলজি ডেস্ক

ভিডিও কলে ভাষা অনুবাদ করে শোনাবে স্কাইপ

ইংরেজিতে দক্ষ হলেও ফরাসি, চীনা, জার্মান, স্পেনিশ, পর্তুগিজ ইত্যাদি ভাষা বুঝতে সমস্যা হয় অনেকের। ফলে পড়তে হয় নানা অসুবিধায়।  এমতাবস্থায় বিশ্বের বিভিন্ন ভাষাভাষি মানুষের সুবিধার কথা মাথায় রেখে ভিডিও কলিং সফটওয়্যার স্কাইপে ভাষা অনুবাদ সুবিধা চালু করছে মাইক্রোসফট। নতুন এ সুবিধা চালু হলে ভিডিও কলে এক ভাষার কথা সরাসরি নির্দিষ্ট ভাষায় অনুবাদ করে শোনা যাবে। শুধু তাই নয়, নিজের কথাও অন্য ভাষায় অনুবাদ করে শোনানো যাবে। ফলে ভিন্ন ভাষাভাষি মানুষ স্বাচ্ছন্দ্যে একে অন্যের সঙ্গে অনলাইন বৈঠক করতে পারবেন। মাইক্রোসফট এক বিবৃতিতে জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কাজে লাগিয়ে সঙ্গে সঙ্গেই মুখের কথা সরাসরি অনুবাদ করে শোনাবে স্কাইপ। প্রাথমিকভাবে গ্রুপ ভিডিও কলে এ সুবিধা চালু করা হবে।      

সর্বশেষ খবর