শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

চিপ ঘাটতিতে ভুগবে গাড়ি নির্মাতারা!

চিপ ঘাটতিতে ভুগবে গাড়ি নির্মাতারা!

জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের উপায় হিসেবে বৈশ্বিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো ক্রমেই ঝুঁকছে বৈদ্যুতিক যানবাহনের (ইভি) দিকে। কিন্তু চীন ও যুক্তরাষ্ট্রের বৈরিতা বাদ সাধছে সেই উদ্যোগে। বিশ্লেষকরা বলছেন, নতুন বছরেও ইভিতে রূপান্তর প্রক্রিয়া চিপ বা সেমি-কন্ডাক্টর ঘাটতির কারণে বাধাগ্রস্ত হবে। যুক্তরাষ্ট্রভিত্তিক চিপমেকার ওনসেমির প্রধান নির্বাহী বলেছেন, সিলিকন কার্বাইড (এসআইসি) চিপ ও বৈদ্যুতিক গাড়িতে বহুল ব্যবহৃত উন্নত পাওয়ার সেমি-কন্ডাক্টরের ব্যাপক ও শক্তিশালী চাহিদার কারণে ২০২৩ সাল পর্যন্ত সব বিক্রি হয়ে গেছে। এদিকে শীর্ষস্থানীয় গাড়ির চিপ নির্মাতা জানান, ২০২৩ সাল শেষ হওয়ার আগে আর কিছুই করা যাবে না। তবে গ্রাহকদের চাহিদা মেটাতে ২০২৩ সালজুড়ে নতুন সক্ষমতা যোগ করা হবে। বৃহত্তম চুক্তিভিত্তিক চিপমেকার টিএসএমসি-যারা অ্যাপল, গুগল ও অ্যামাজনের মতো সংস্থাগুলো চিপ সরবরাহ করে। চলতি বছর পরিকল্পিত বিনিয়োগ থেকে ১০ শতাংশ কমিয়েছে।

সর্বশেষ খবর