শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ডেটা সেন্টার পরিচালনায় ইইউবান্ধব মাইক্রোসফট

ডেটা সেন্টার পরিচালনায় ইইউবান্ধব মাইক্রোসফট

ইউরোপীয় ইউনিয়নের ক্লাউড গ্রাহকদের ডেটার বিভিন্ন অংশ প্রসেস ও সংরক্ষণে ‘ইইউ ডেটা বাউন্ডারি’ সুবিধা চালু করছে মাইক্রোসফট। নতুন বছর থেকে শুরু হবে মাইক্রোসফটের সব ক্লাউড সেবা-‘অ্যাজিওর’, ‘মাইক্রোসফট ৩৬৫’, ‘ডায়নামিক্স ৩৬৫’ ও ‘পাওয়ার বাই’। ২০১৮ সালে ব্যবহারকারীর প্রাইভেসি সুরক্ষায় ইইউ ‘জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন (জিডিপিআর)’ নামের বিশেষ প্রবিধান চালুর পর থেকেই গ্রাহক ডেটার আন্তর্জাতিক প্রবাহ নিয়ে বিভিন্ন শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে শঙ্কা বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, প্রথম ধাপ হবে গ্রাহকের ডেটা। পরবর্তী ধাপে থাকবে ‘লগিং ডেটা’ ও ‘সার্ভিস ডেটা’। জানা গেছে, এর দ্বিতীয় ধাপের কাজ সম্পন্ন হবে ২০২৩ সালের শেষ নাগাদ। আর তৃতীয় ধাপ শেষ হবে ২০২৪ সালে। ইউরোপীয় গ্রাহকের ডেটায় প্রাইভেসি সুরক্ষা নিয়ে কাজ করছে ‘ইউরোপীয় কমিশন’। ফ্রান্স, জার্মানি, স্পেন, সুইজারল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশে ডজন খানেকের বেশি ডেটা সেন্টার পরিচালনা করছে মাইক্রোসফট।

সর্বশেষ খবর